সস্তা 5G ফোনও দেবে দুর্দান্ত পারফরম্যান্স, Qualcomm আনল চার-চারটি নতুন Snapdragon প্রসেসর
জনপ্রিয় সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক Qualcomm তাদের Snapdragon পরিবারে চারটি নতুন চিপসেট নিয়ে এলো। স্ন্যাপড্রাগন পরিবারে...জনপ্রিয় সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক Qualcomm তাদের Snapdragon পরিবারে চারটি নতুন চিপসেট নিয়ে এলো। স্ন্যাপড্রাগন পরিবারে অন্তর্ভুক্ত এই নতুন চার প্রসেসর Snapdragon 778G+, Snapdragon 695, Snapdragon 680 এবং Snapdragon 480+ নামের সঙ্গে প্রকাশ্যে এসেছে। মূলত এন্ট্রি-লেভেল ও মিড রেঞ্জের স্মার্টফোন তৈরীর ক্ষেত্রে এই নয়া প্রসেসর গুলি ব্যবহৃত হবে। 5G প্রযুক্তি সহায়ক হিসেবে প্রস্তুত করা হলেও এদের মধ্যে একটি চিপসেট উন্নত এলটিই (LTE) ডিভাইস তৈরীতে কার্যকরি হবে বলে সংস্থা জানিয়েছে। আসুন এক এক করে প্রসেসরগুলির বিশেষত্ব জেনে নেওয়া যাক।
Qualcomm Snapdragon 778G+
Snapdragon 778 চিপসেটের উত্তরসূরি হিসেবে হাজির Qualcomm Snapdragon 778G+ মূলত 5G কানেক্টিভিটির ডিভাইস তৈরীতে কাজে লাগবে। এই চিপসেট পূর্বের তুলনায় উন্নত সিপিইউ (CPU) ও জিপিইউ (GPU) কার্যকারিতার সঙ্গে এসেছে। Snapdragon 778G+ প্রসেসর ব্যবহারকারীকে কাটিং এজ গেমিং অভিজ্ঞতা প্রদান করবে। তাছাড়া এর কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রযুক্তি দুর্দান্ত ফটো এবং ভিডিও অভিজ্ঞতার আস্বাদ দেবে।
Qualcomm Snapdragon 695
Qualcomm Snapdragon 695 চিপসেট Snapdragon 690 -এর পরবর্তী উন্নত সংস্করণ। পূর্বের তুলনায় এতে ৩০ শতাংশ দ্রুত গ্রাফিক্স রেন্ডারিং এবং ১৫ শতাংশ মসৃণ সিপিইউ কার্যকারিতা দেখা যাবে। 5G ডিভাইস সহায়ক এই চিপসেট mmWave ও sub-6 GHz ব্যান্ড - উভয়ই সাপোর্ট করবে।
Qualcomm Snapdragon 480+
এটি এন্ট্রি-লেভেল 5G স্মার্টফোন ব্যবহারের জন্য তৈরী করা হয়েছে। আগামী দিনে সস্তা বাজেটের বহু স্মার্টফোনে এই চিপসেটের দেখা মিলতে পারে। সেক্ষেত্রে 5G যুক্তির বিস্তারের ক্ষেত্রেও Qualcomm Snapdragon 480+ প্রসেসর গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে বলে আমাদের ধারণা।
Qualcomm Snapdragon 680
কোয়ালকমের নতুন চার চিপসেটের মধ্যে একমাত্র একেই 4G প্রযুক্তির অনুকূল করে নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে 5G প্রযুক্তির বাড়বাড়ন্ত দেখা গেলেও তা LTE ডিভাইসের চাহিদাকে পুরোপুরি দমিয়ে দেবে বলে আমাদের মনে হয়না। সেক্ষেত্রে পূর্বের থেকে অনেক ভালো LTE নেটওয়ার্ক অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে Qualcomm Snapdragon 680 চিপসেট প্রসার পেতে পারে। ৬ এনএম প্রক্রিয়ায় নির্মিত এই প্রসেসর ব্যবহারকারীদের অপটিমাইজড গেমিং অভিজ্ঞতা প্রদান করবে বলে কোয়ালকম জানিয়েছে।