Rakshabandhan Gift: 7000 টাকার কমে কিনুন ফিচারে ঠাসা স্মার্টফোন, রাখিতে বোনকে দিন পছন্দের উপহার

সামনেই বাঙালির রাখীবন্ধন উৎসব, যেখানে বোনের কাছ থেকে রাখি পরার পর উপহার দিয়ে থাকে দাদারা। আর আজকাল স্মার্টফোনের চেয়ে ভাল এবং কাজের উপহার আর কী…

Rakshabandhan Gift Idea Best Smartphones Under 7000 Rupees You Should Choose

সামনেই বাঙালির রাখীবন্ধন উৎসব, যেখানে বোনের কাছ থেকে রাখি পরার পর উপহার দিয়ে থাকে দাদারা। আর আজকাল স্মার্টফোনের চেয়ে ভাল এবং কাজের উপহার আর কী হতে পারে। বিশেষ করে বোন যদি প্রথম ফোন চান, তাহলে কম বাজেটে স্টাইলিশ লুক ও শক্তিশালী ফিচারের স্মার্টফোন উপহার দিতে পারেন। আমরা আপনার জন্য ৭০০০ টাকার কম দামে বাজারে উপস্থিত সেরা কয়েকটি ফোনের বিষয়ে এই প্রতিবেদনে জানাতে চলেছি।

৭,০০০ টাকার মধ্যে ভালো স্মার্টফোন

Poco C65

পোকো সি৬৫ এর ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি মাত্র ৬,৯৯৯ টাকায় পাওয়া যায়। এই স্মার্টফোনে বড় ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর রয়েছে। এতে ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন বড় ব্যাটারি এবং ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে।

Redmi A3

শাওমির রেডমি এ৩ স্মার্টফোনটি অনলাইনে ৬,৯৯৯ টাকায় কেনা যাবে এবং এতে ৬.৭১ ইঞ্চি এইচডি + ডিসপ্লে উপস্থিত। এটি মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর এবং ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সহ এসেছে। এছাড়াও এতে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Tecno Pop 8

আপনি এই স্মার্টফোনটি অ্যামাজন থেকে কেবল ৬,৮৯৯ টাকায় কিনতে পারবেন এবং ব্যাংক কার্ডের সাথে অতিরিক্ত ছাড়ও পেতে পারেন। এই ডিভাইসে বড় ৬.৫৬ ইঞ্চি ডিসপ্লে এবং টি৬০৬ প্রসেসর ছাড়াও ব্যাক প্যানেলে ১২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। আবার ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।

আপনি চাইলে বিকল্প হিসেবে Moto G04, itel A70 বা JioPhone Next বেছে নিতে পারেন। এন্ট্রি-লেভেল সেগমেন্টে Nokia C22 একটি ভালো বিকল্প। তবে এই দামে কোনও 5G স্মার্টফোন পাওয়া যাবে না।