Realme 10 4G উন্নত ফিচারের সঙ্গে ভারতে আসছে, র্যাম ও স্টোরেজ কত জিবি? দেখুন
চলতি মাসের শুরুতে, রিয়েলমি (Realme) গ্লোবাল মার্কেটে Realme 10 4G হ্যান্ডসেটটি লঞ্চ করেছে। ডিভাইসটিতে লেটেস্ট MediaTek...চলতি মাসের শুরুতে, রিয়েলমি (Realme) গ্লোবাল মার্কেটে Realme 10 4G হ্যান্ডসেটটি লঞ্চ করেছে। ডিভাইসটিতে লেটেস্ট MediaTek Helio G-সিরিজের চিপসেট সহ ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি এখনও ভারতীয় বাজারে লঞ্চ করা হয়নি, তবে শীঘ্রই এটি আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। আর এখন, ভারতীয় লঞ্চের আগে, একটি সাম্প্রতিক রিপোর্টে Realme 10 4G-এর ভারতীয় ভ্যারিয়েন্টের র্যাম এবং স্টোরেজ অপশনগুলি শেয়ার করা হয়েছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।
প্রকাশ্যে এল Realme 10 4G-এর ভারতীয় মডেলের স্টোরেজ ভ্যারিয়েন্ট
টিপস্টার সুধাংশু আম্ভোরে দাবি করেছেন যে, ভারতে শীঘ্রই রিয়েলমি ১০ ৪জি-এর সেল শুরু হবে এবং এটি তিনটি মেমরি কনফিগারেশনে আসবে। বেস মডেলে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে। মধ্য-স্তরের মডেলটিতে ৪ জিবি র্যামের সাথে ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ থাকবে। আর রিয়েলমি ১০ ৪জি-এর ভারতীয় সংস্করণের সর্বোচ্চ মডেলটিতে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মিলবে।
রিয়েলমি ১০ ৪জি-এর স্পেসিফিকেশন - Realme 10 4G Specifications
রিয়েলমি ১০-এ ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ২,৪০০x১,০৮০ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করে। ডিভাইসটি ফোনটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৪ জিবি/৮ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম, ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম এবং ২৫৬ জিবি বিল্ট-ইন স্টোরেজ যুক্ত রয়েছে। রিয়েলমি ১০ অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিনে রান করে এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে এটি অলওয়েজ অন ডিসপ্লে (AOD) সাপোর্ট করে।
ক্যামেরার ক্ষেত্রে, Realme 10-তে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং একটি রিয়ার এলইডি ফ্ল্যাশ সমন্বিত ডুয়েল ক্যামেরা সেটআপ অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনটির সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অতিরিক্ত নিরাপত্তার জন্য এটিতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বর্তমান।
এই নয়া রিয়েলমি ফোনটির কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি মাইক্রোএসডি কার্ড স্লট, ডুয়েল ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১ এবং এনএফসি। পরিশেষে, Realme 10 4G-এর পরিমাপ ১৫৯.৯ x ৭৩.৩ x ৭.৯৫ মিলিমিটার এবং ওজন প্রায় ১৭৮.৫ গ্রাম।