Realme 10 5G বাজেট ফ্রেন্ডলি প্রসেসর এবং বড় ব্যাটারি-সহ 15 হাজারের কমে লঞ্চ হল

চলতি সপ্তাহের শুরুতেই জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বিশ্ববাজারে MediaTek Helio G99 চিপসেট দ্বারা চালিত Realme 10 4G হ্যান্ডসেটটি লঞ্চ করেছে। আর আজ, কোম্পানি চীনের মার্কেটে…

চলতি সপ্তাহের শুরুতেই জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বিশ্ববাজারে MediaTek Helio G99 চিপসেট দ্বারা চালিত Realme 10 4G হ্যান্ডসেটটি লঞ্চ করেছে। আর আজ, কোম্পানি চীনের মার্কেটে চুপিসারে স্ট্যান্ডার্ড Realme 10 মডেলটির ঘোষণা করেছে। যদিও, হোম মার্কেট ডিভাইসটির ৫জি সংস্করণটি আত্মপ্রকাশ করেছে। তবে, কোম্পানি ফোনটির নামে “5G” কথাটি উল্লেখ করেনি। Realme 10 মডেলটি ৯০ হার্টজের এলসিডি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং MediaTek Dimensity 700 চিপসেট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। চলুন তাহলে এই নবাগত রিয়েলমি হ্যান্ডসেটটির দাম ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

রিয়েলমি ১০ (৫জি)-এর মূল্য এবং লভ্যতা – Realme 10 (5G) Price and Availability

রিয়েলমি ১০ চীনে দুটি ভ্যারিয়েন্টে এসেছে, এগুলি হল ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এই দুই মডেলের দাম যথাক্রমে ১,২৯৯ ইউয়ান (প্রায় ১৪,৮০০ টাকা) এবং ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৮,২০০ টাকা)। হ্যান্ডসেটটি রিজিন ডুজিন (গোল্ড) এবং স্টোন ক্রিস্টাল ব্ল্যাক- এই দুই কালার অপশনে হোম মার্কেটে কেনার জন্য উপলব্ধ।

রিয়েলমি ১০ (৫জি)-এর স্পেসিফিকেশন এবং ফিচার – Realme 10 (5G) Specifications and Features

রিয়েলমি ১০-এ টিয়ারড্রপ নচ সহ ৬.৬ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, একটি ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, একটি ২০.০৬:৯ রেশিও, ৪০১ পিপিআই পিক্সেল ঘনত্ব, ৪০০ নিট ব্রাইটনেস এবং একটি ৯০.৪ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে৷ ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর দ্বারা চালিত। এতে ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম, ৬ জিবি ভার্চুয়াল র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ পাওয়া যাবে। আবার অতিরিক্ত স্টোরেজের জন্য, এতে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট অন্তর্ভুক্ত রয়েছে। রিয়েলমি ১০ অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Realme 10-এর রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি এএই (AI) লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Realme 10-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে যা ইউএসবি-সি পোর্টের মাধ্যমে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই নয়া রিয়েলমি ফোনের কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে ডুয়েল সিম সাপোর্ট, ৫জি কানেক্টিভিটি, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.২, জিপিএস এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। নিরাপত্তার জন্য, Realme 10-এ সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে। সবশেষে ডিভাইসটির পরিমাপ ১৬৪.৪ x ৭৫.১ x ৮.১ মিলিমিটার এবং ওজন প্রায় ১৯১ গ্রাম।