পুরনো ফোনের বদলে মাত্র 1300 টাকায় কেনা যাবে Realme 10 Pro 5G, বাম্পার অফার দিচ্ছে Flipkart

বর্তমান সময়ে প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্মার্টফোনের ওপর বিশেষ অফার উপলব্ধ থাকে, তা সে কোনো উপলক্ষ্য থাক ছাই না থাক!...
Anwesha Nandi 10 March 2023 7:50 PM IST

বর্তমান সময়ে প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্মার্টফোনের ওপর বিশেষ অফার উপলব্ধ থাকে, তা সে কোনো উপলক্ষ্য থাক ছাই না থাক! কিন্তু যদি ২,০০০ টাকার কম খরচে মানে ফিচার ফোনের দামে একটি ভালো, ফিচারে ঠাসা এবং 5G কানেক্টিভিটিযুক্ত স্মার্টফোন কেনা যায় তাহলে কেমন হবে? অবাক হবেননা, কারণ Flipkart-এর দৌলতে এখন এমনটাও সম্ভব! আসলে এই মুহূর্তে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মটি Realme 10 Pro 5G মডেলে দারুণ অফার দিচ্ছে। ফলত এই মুহূর্তে যারা কম দামে স্মার্টফোন কেনার কথা ভাবছেন তারা ফ্ল্যাট ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার ইত্যাদির সুবিধা কাজে লাগিয়ে এই ফোনটি কিনে নিজের ইচ্ছেপূরণ করতে পারেন। আসুন, এখন দেখে নিই Realme 10 Pro 5G-তে আপনারা ঠিক কী অফার পাবেন এবং এটি কিনলে কী কী কাজের ফিচার মিলবে।

ফিচার ফোনের দামে Realme 10 Pro 5G, Flipkart দিচ্ছে জব্বর অফার

রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনের ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ২০,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট এখন ফোনে ২,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট অফার করছে, যার ফলে এটি ১৮,৯৯৯ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে এই রিয়েলমি ফোনটি কিনলে ৫ শতাংশ ক্যাশব্যাক ছাড় হিসেবে পাওয়া যাবে। আবার আমেরিকান এক্সপ্রেসের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্রানজাকশন কিনলে মিলবে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।

তবে সবচেয়ে আশ্চর্যজনক হল এই ফোনের এক্সচেঞ্জ অফার। এক্ষেত্রে রিয়েলমি ১০ প্রো ৫জি ফোন কেনার সময় পুরনো স্মার্টফোনটি বিনিময় করলে ১৭,৭০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ফলত সমস্ত ডিসকাউন্ট এবং অফার কাজে লাগানো গেলে আপনি এই ৫জি ফোনটি মাত্র ১,২৯৯ টাকায় খরিদ করতে পারেন। তবে ফোনের বদলে ফোন কিনলেই যে এই বিশাল ছাড় পাওয়া যাবে তা নয়, কারণ এই এক্সচেঞ্জ ডিসকাউন্ট নির্ভর করবে আপনার পুরনো স্মার্টফোনের অবস্থা এবং ব্র্যান্ড/মডেলের ওপর।

Realme 10 Pro 5G-এর স্পেসিফিকেশন

রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ফুল এইচডি প্লাস (রেজোলিউশন ২৪০০×১০৮০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোয়াড কোর স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর; অন্যদিকে এটি ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। এছাড়াও পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান, যা সাপোর্ট করবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং ক্যাপাসিটি। উপরন্তু, ফটোগ্রাফির জন্য এই রিয়েলমি ফোনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। অর্থাৎ ফিচারের দিক দিয়ে এই ফোন সস্তায় অন্যতম সেরা বিকল্প!

Show Full Article
Next Story