Realme ভারতে নিয়ে আসছে তিন তিনটি নতুন স্মার্টফোন, লঞ্চের আগেই স্পেসিফিকেশন লিক

রিয়েলমি আগামীকালই ইন্দোনেশিয়ার মার্কেটে Realme 10 4G হ্যান্ডসেটটি লঞ্চ করতে চলেছে। আর আগামী ১৭ নভেম্বর, Realme 10 5G...
Ananya Sarkar 7 Nov 2022 10:35 PM IST

রিয়েলমি আগামীকালই ইন্দোনেশিয়ার মার্কেটে Realme 10 4G হ্যান্ডসেটটি লঞ্চ করতে চলেছে। আর আগামী ১৭ নভেম্বর, Realme 10 5G এবং Realme 10 Pro+ 5G হোম মার্কেট চীনে লঞ্চ হবে বলে জানা গেছে। শোনা যাচ্ছে যে, লাইনআপটি চলতি মাসের শেষের দিকে ভারতের বাজারেও পা রাখবে। এদেশে আসন্ন লঞ্চের আগে, একটি নতুন রিপোর্টের মাধ্যমে ভারতীয় বাজারের জন্য Realme 10 সিরিজের কনফিগারেশন এবং কালার ভ্যারিয়েন্টগুলি প্রকাশ্যে এসেছে। চলুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Realme 10 সিরিজের কালার অপশন ও স্টোরেজ ভ্যারিয়েন্ট

প্রাইসবাবা ও টিপস্টার মুকুল শর্মা যৌথভাবে রিয়েলমি ১০ সিরিজের ভারতীয় সংস্করণগুলির স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং রঙের বিকল্পগুলি প্রকাশ্যে এনেছে। রিপোর্টে বলা হয়েছে যে, আসন্ন সিরিজের অধীনে তিনটি ডিভাইস লঞ্চ হবে: রিয়েলমি ১০, রিয়েলমি ১০ প্রো এবং রিয়েলমি ১০ প্রো প্লাস। এর মধ্যে রিয়েলমি ১০ একই মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা চালিত ডিভাইস হবে, যেটি আগামীকাল ইন্দোনেশিয়ায় লঞ্চ হবে। এটি ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজের মতো ভ্যারিয়েন্টে আসবে। ফোনটি ক্ল্যাশ হোয়াইট এবং রাশ ব্ল্যাক- এই দুই কালার অপশনে বেছে নেওয়া যাবে।

এদিকে, রিয়েলমি ১০ প্রো দুটি কনফিগারেশনে পাওয়া যাবে: ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ। হ্যান্ডসেটটি নেবুলা ব্লু এবং হাইপারস্পেসের মতো কালারে বাজারে আসবে। আবার, রিয়েলমি ১০ প্রো+ মডেলটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে বলে আশা করা হচ্ছে, এগুলি হল ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। ডিভাইসটি ভারতে নেবুলা ব্লু, হাইপারস্পেস এবং ডার্ক ম্যাটার- এই দুটি শেডে উপলব্ধ হবে।

উল্লেখ্য, Realme 10 Pro+ মডেলটিকে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর দ্বারা চালিত ডিভাইস বলে মনে হচ্ছে, যেটি সম্প্রতি চীনের টেনা (TENAA)-এর ডেটাবেসে RMX3687 মডেল নম্বরের সাথে উপস্থিত হয়েছে। আর Realme 10 Pro-এর মডেল নম্বর RMX3663 হতে পারে। এই ফোনটিকেও টেনা সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল।

Show Full Article
Next Story