২০০ এমপি ক্যামেরা বনাম ১০৮ এমপি ক্যামেরা, Realme 10 Pro+ 5G নাকি Redmi Note 12 Pro+ 5G এগিয়ে জেনে নিন

গত ১৭ই নভেম্বর Realme 10 Pro+ 5G নামের একটি নয়া স্মার্টফোন চীনের বাজারে অফিসিয়াল হয়েছিল। খুব শীঘ্রই এটি ভারতেও লঞ্চ হবে...
SUPARNA 19 Nov 2022 2:08 PM IST

গত ১৭ই নভেম্বর Realme 10 Pro+ 5G নামের একটি নয়া স্মার্টফোন চীনের বাজারে অফিসিয়াল হয়েছিল। খুব শীঘ্রই এটি ভারতেও লঞ্চ হবে বলে জানা গেছে। যদিও কোনো নির্দিষ্ট লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি এখনো। ফিচারের কথা বললে, Realme 10 Pro ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‌্যাম, সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান রয়েছে। এই ফোনের সাথে Redmi Note 12 Pro+ 5G এর প্রতিদ্বন্দ্বিতা চলবে। উভয়ে ফোনের ব্যাটারি ক্যাপাসিটি এক সমান। তবে চার্জিং ক্যাপাসিটির দিক থেকে Xiaomi ডিভাইসটি এগিয়ে আছে। তবে সব দিক থেকে Realme 10 Pro+ 5G নাকি Redmi Note 12 Pro+ 5G এগিয়ে? আসুন জেনে নেওয়া যাক।

Realme 10 Pro+ 5G vs Redmi Note 12 Pro+ 5G : ডিসপ্লে, সেন্সর

রিয়েলমি ১০ প্রো+ ৫জি স্মার্টফোনে রয়েছে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২১৬০ হার্টজ PWM ডিমিং টেকনোলজি এবং ৮০০ নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। এটি একটি কার্ভড স্টাইল ডিসপ্লে, যা এক বিলিয়ন কালার অফার করে। নিরাপত্তার জন্য এই ডিভাইসে অপটিক্যাল আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

রেডমি নোট ১২ প্রো+ ৫জি মডেলে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (২,৪০০ x ১,০৮০ পিক্সেল) কেন্দ্রীভূত পাঞ্চ-হোল OLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১,৯২০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং, ১৬,০০০ লেভেল ডিমিং, ২০: ৯ অ্যাসপেক্ট রেশিও, ৫০,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও, ১০ বিট কালার ডেপ্থ, ৯০০ নিট পিক ব্রাইটনেস লেভেল, এইচডিআর১০+, এইচডিআর১০ এবং ডলবি ভিশন সাপোর্ট করে। সিকিউরিটি ফিচার হিসাবে উক্ত হ্যান্ডসেটে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত।

Realme 10 Pro+ 5G vs Redmi Note 12 Pro+ 5G : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‌্যাম, স্টোরেজ

পারফরম্যান্স এবং মাল্টি-টাস্কিংয়ের জন্য রিয়েলমি ১০ প্রো+ ৫জি মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসরের সাথে এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম স্কিন পাওয়া যাবে। এতে ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ বিদ্যমান।

অন্যদিকে উন্নত পারফরম্যান্সের জন্য, রেডমি নোট ১২ প্রো+ ৫জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর সহ এসেছে। স্টোরেজ হিসাবে এতে ১২ জিবি পর্যন্ত র‍্যাম LPDDR4X র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি UFS 2.2 মেমরি বিদ্যমান। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিন দ্বারা চালিত।

Realme 10 Pro+ 5G vs Redmi Note 12 Pro+ 5G : ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফির জন্য, রিয়েলমি ১০ প্রো+ ৫জি স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – ১০৮ মেগাপিক্সেল স্যামসাং এইচপি৬ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিসপ্লের উপরিভাগে থাকা পাঞ্চ-হোল কাটআউটের ভিতরে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থিত।

রেডমি নোট ১২ প্রো+ ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সরটি ১/১.৪ ইঞ্চির একটি ২০০ মেগাপিক্সেলের Samsung ISOCELL HPX। এই মুখ্য রিয়ার সেন্সরটি একটি ৭পি লেন্স, এএলডি আবরণ, এফ/১.৬৫ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ এসেছে। ক্যামেরা ইউনিটে উপস্থিত বাকি দুটি সহায়ক লেন্স হিসেবে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স পাওয়া যাবে। উক্ত হ্যান্ডসেটে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে।

Realme 10 Pro+ 5G vs Redmi Note 12 Pro+ 5G : পরিমাপ

রিয়েলমি ১০ প্রো+ ৫জি স্মার্টফোনের পরিমাপ ১৬১.৫x৭৩.৯x৭.৮ মিমি বা পুরুত্ব ৭.৭৮ মিমি এবং ওজন প্রায় ১৭৩ গ্রাম।

রেডমি নোট ১২ প্রো+ ৫জি স্মার্টফোনের পরিমাপ ১৬২.৯x৭৬x৯ মিমি এবং ওজন ২০৮.৪ গ্রাম।

Realme 10 Pro+ 5G vs Redmi Note 12 Pro+ 5G : ব্যাটারি, কানেক্টিভিটি অপশন

কানেক্টিভিটির জন্য রিয়েলমি ১০ প্রো+ ৫জি স্মার্টফোনে - ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি/৬, ব্লুটুথ ৫.২, জিপিএস, গ্যালিলিও, গ্লোনাস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি ২.০ পোর্ট অন্তর্ভুক্ত। আর পাওয়ার ব্যাকআপের জন্য উক্ত মডেলে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

রেডমি নোট ১২ প্রো+ ৫জি স্মার্টফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে – ডুয়েল সিম সাপোর্ট, ৫জি, ওয়াইফাই ৬, জিএনএসএস, এনএফসি, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য আলোচ্য মডেলে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Realme 10 Pro+ 5G vs Redmi Note 12 Pro+ 5G : দাম

রিয়েলমি ১০ প্রো+ ৫জি মডেলটিকে তিনটি ভিন্ন স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে। এক্ষেত্রে, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের বিক্রয় মূল্য থাকছে ১,৬৯৯ ইউয়ান (প্রায় ১৯,৪০০)। আর ৮ জিবি র‌্যাম+২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম রাখা হয়েছে যথাক্রমে ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২২,৯০০ টাকা) ও ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৬,৩০০ টাকা)। এটি – স্টারলাইট গোল্ড, নাইট ব্ল্যাক এবং সি ব্লু কালারে উপলব্ধ।

রেডমি নোট ১২ প্রো+ ৫জি দুটি মেমরি কনফিগারেশনে উপলব্ধ। ফোনটির ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলটির দাম ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৫,০৫০ টাকা) ধার্য করা হয়েছে। আর উচ্চতর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ২,৩৯৯ ইউয়ান (প্রায় ২৭,৩৫০ টাকা) মূল্যে লঞ্চ করা হয়েছে। এটি – ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু- এই তিনটি কালার অপশনে এসেছে।

Show Full Article
Next Story