Sony এবং Samsung এর ক্যামেরার যুগলবন্দী রিয়েলমির নতুন ফোনে, শুনে অবাক হলেন তো?
গত সপ্তাহে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা রিয়েলমি তাদের Realme 10 Pro সিরিজের অধীনে Realme 10 Pro এবং Realme 10 Pro+ লঞ্চ...গত সপ্তাহে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা রিয়েলমি তাদের Realme 10 Pro সিরিজের অধীনে Realme 10 Pro এবং Realme 10 Pro+ লঞ্চ করেছে। এই দুটির মধ্যে, 10 Pro+ নিঃসন্দেহে সবচেয়ে আকর্ষণীয় কারণ এটি কোম্পানির নম্বর সিরিজের প্রথম ডিভাইস, যা কার্ভড-এজের অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে বাজারে এসেছে। ডিভাইসটি এখনও এশিয়া এবং ইউরোপের মতো আন্তর্জাতিক বাজারে উপস্থিত হয়নি। তবে, রিয়েলমির ভারতীয় শাখার তরফে ইতিমধ্যেই টুইটারে Realme 10 সিরিজের টিজার প্রকাশ করা হয়েছে। যা শীঘ্রই লঞ্চের সম্ভাবনা উজ্জ্বল করেছে। আর এখন Realme 10 Pro+ এর ক্যামেরার হার্ডওয়্যার সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে এসেছে। চলুন এসম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।
জানা গেল Realme 10 Pro+-এর ক্যামেরার বিশদ বিবরণ
ইতিমধ্যেই জানা গেছে যে, রিয়েলমি ১০ প্রো প্লাস-এ রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা ইউনিট। আর এখন একটি মাইক্রোব্লগিং সাইট থেকে জানা গিয়েছে, এই ডিভাইসে ১০৮ মেগাপিক্সেলের সেন্সরটি একটি স্যামসাং এইচএম৬ সেন্সর, আর আল্ট্রাওয়াইড লেন্সটি একটি সনি আইএমএক্স৩৫৫ সেন্সর এবং ম্যাক্রো ক্যামেরাটিতে জিসিও২ সেন্সর রয়েছে৷ আর কার্ভড-এজের অ্যামোলেড (AMOLED) প্যানেলটি চীন-ভিত্তিক ডিসপ্লে প্রস্তুতকারক তিয়ানমা (Tianma) সরবরাহ করেছে বলে তথ্য সামনে এসেছে।
রিয়েলমি ১০ প্রো প্লাস-এর স্পেসিফিকেশন - Realme 10 Pro+ Specifications
রিয়েলমি ১০ প্রো প্লাস-এ ফুল-এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম (PWM) ডিমিং এবং একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ একটি ৬.৭ ইঞ্চির কার্ভড-এজ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে প্যানেল রয়েছে। এই ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ যুক্ত রয়েছে।
এছাড়া, Realme 10 Pro+ অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিনে রান করে। পাওয়ার ব্যাকআপের জন্য, 10 Pro+-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং অফার করে। সংযোগের জন্য, ডিভাইসটিতে একটি ইউএসবি-সি পোর্ট, ডুয়েল সিম সাপোর্ট, ৫জি, ওয়াইফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস এবং এনএফসি অন্তর্ভুক্ত রয়েছে।