১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার, ভারতে এন্ট্রি নিল Realme 10 Pro ও Realme 10 Pro Plus

Realme গত নভেম্বর মাসে তাদের হোম মার্কেটে Realme 10 Pro স্মার্টফোন সিরিজের ঘোষণা করেছিল। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ৮ই...
SUPARNA 8 Dec 2022 4:13 PM IST

Realme গত নভেম্বর মাসে তাদের হোম মার্কেটে Realme 10 Pro স্মার্টফোন সিরিজের ঘোষণা করেছিল। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ৮ই ডিসেম্বর এই একই স্মার্টফোন লাইনআপকে ভারতের বাজারেও অফিসিয়াল করা হল। নবাগত এই সিরিজের অধীনে মোট দুটি স্মার্টফোন আত্মপ্রকাশ করেছে, যথা - Realme 10 Pro এবং 10 Pro Plus। দেখতে গেলে চীনা ভ্যারিয়েন্টের প্রায় অনুরূপ ফিচারের সাথে এসেছে ফোনগুলির ভারতীয় সংস্করণও। আর দামের নিরিখে সিরিজের স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টটি ২টি ভিন্ন স্টোরেজ বিকল্পের সাথে বাজেট রেঞ্জের অধীনে এবং দ্বিতীয়টি অর্থাৎ হাই-এন্ড মডেলটি ৩টি স্বতন্ত্র স্টোরেজ কনফিগারেশন সহ মিড-রেঞ্জে এসেছে। চলুন Realme 10 Pro সিরিজের দাম ও ফিচার দেখে নেওয়া যাক।

ভারতে রিয়েলমি ১০ প্রো সিরিজের দাম ও লভ্যতা (Realme 10 Pro Series Price and Availability in India)

ভারতে রিয়েলমি ১০ প্রো এবং ১০ প্রো প্লাস স্মার্টফোন দুটিকে যথাক্রমে ২টি এবং ৩টি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে। যার দাম ও লভ্যতার বিশদ নিম্নরূপ :

রিয়েলমি ১০ প্রো (Realme 10 Pro) :

৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ১৮,৯৯৯ টাকা।
৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ১৯,৯৯৯ টাকা।

আলোচ্য ফোনটিকে - হাইপারস্পেস গোল্ড, ডার্ক ম্যাটার, নেবুলা ব্লু কালার বিকল্পের সাথে আগামী ১৬ই ডিসেম্বর সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Realme.com), ফ্লিপকার্ট (Flipkart) এবং অফলাইন স্টোরের মাধ্যমে প্রথমবার বিক্রির জন্য উপলব্ধ করা হবে।

রিয়েলমি ১০ প্রো প্লাস (Realme 10 Pro Plus) :

৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ২৪,৯৯৯ টাকা।
৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ২৫,৯৯৯ টাকা।
৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ২৭,৯৯৯ টাকা।

রিয়েলমি ১০ সিরিজের এই হাই-এন্ড ভ্যারিয়েন্টকে আগামী ১৪ই ডিসেম্বর থেকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Realme.com), ফ্লিপকার্ট (Flipkart) এবং অফলাইন স্টোরের মাধ্যমে প্রথমবারের জন্য কেনা যাবে। এটির কালার বিকল্প রিয়েলমি ১০ প্রো -এর অনুরূপ।

রিয়েলমি ১০ প্রো -এর স্পেসিফিকেশন (Realme 10 Pro Specifications)

রিয়েলমি ১০ প্রো ৬.৭২-ইঞ্চির ফুল এইচডি প্লাস সেন্টার্ড পাঞ্চ-হোল LCD ডিসপ্লে সহ এসেছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৬৮০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। উন্নত পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করে হয়েছে। ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিনে রান করে। আর স্টোরেজ হিসাবে এতে সর্বোচ্চ ৮ জিবি 8GB LPDDR4x র‌্যাম এবং ১২৮ জিবি UFS 2.2 রম পাওয়া যাবে।

Realme 10 Pro ফোনের রিয়ার প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। এই ক্যামেরাগুলি হল - ১০৮ মেগাপিক্সেল ওয়াইড প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-স্ন্যাপার বিদ্যমান। আলোচ্য হ্যান্ডসেটে কানেক্টিভিটির জন্য - ডুয়াল সিম স্লট, ৫জি, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.১, জিএনএসএস, ইউএসবি টাইপ-সি পোর্ট, মাইক্রোএসডি কার্ড স্লট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত। এছাড়া এটি ডুয়াল স্টেরিও স্পিকার এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ এসেছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি ১০ প্রো ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে।

রিয়েলমি ১০ প্রো প্লাস -এর স্পেসিফিকেশন (Realme 10 Pro Plus Specifications)

রিয়েলমি ১০ প্রো প্লাস স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪১২x১০৮০ পিক্সেল) ১০-বিট কার্ভড OLED ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ২১৬০ হার্টজ PWM ডিমিং টেকনোলজি, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৮০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর সমন্বিত। অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিন পাওয়া যাবে। ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত LPDDR4x র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজের সাথে এসেছে।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, রিয়েলমি আনীত এই লেটেস্ট স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। এই ক্যামেরাগুলি হল - ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো স্ন্যাপার৷ আর ডিভাইসের সামনে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের ন্যায় ১৬ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার দেওয়া হয়েছে।

Realme 10 Pro Plus স্মার্টফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে - ডুয়াল সিম স্লট, ৫জি, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.১, জিএনএসএস, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক৷ এছাড়া এতে ডুয়াল স্টেরিও স্পিকার অডিও সিস্টেম এবং নিরাপত্তার জন্য ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। পরিশেষে রিয়েলমি ১০ প্রো প্লাস ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

Show Full Article
Next Story