১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ ১২ জিবি র‌্যাম, Realme 10 ও Realme 10 Pro বাজারে কাঁপাতে আসছে

রিয়েলমি আগামী ৫ নভেম্বর চীনে তাদের Realme 10 সিরিজটি উন্মোচন করবে বলে জানা গেছে। আগের সপ্তাহে, RMX3663 এবং RMX3687 মডেল...
Ananya Sarkar 24 Oct 2022 8:08 PM IST

রিয়েলমি আগামী ৫ নভেম্বর চীনে তাদের Realme 10 সিরিজটি উন্মোচন করবে বলে জানা গেছে। আগের সপ্তাহে, RMX3663 এবং RMX3687 মডেল নম্বর সহ Realme 10 সিরিজের দুটি স্মার্টফোনকে চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। এই ডিভাইসগুলি দেশীয় বাজারে Realme 10 এবং 10 Pro / 10 Pro+ নাম সহ লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে। যদিও, গত সপ্তাহে টেনা সার্টিফিকেশনের মাধ্যমে শুধুমাত্র এই হ্যান্ডসেট দুটির ছবিগুলি প্রকাশিত হয়েছে। তবে, এখন উভয় মডেলের সম্পূর্ণ স্পেসিফিকেশন তাদের টেনা তালিকায় প্রকাশ করা হয়েছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

TENAA-এ প্রকাশিত হল Realme 10 এবং Realme 10 Pro/Pro+-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন

টেকগোয়িং (TechGoing)-এর নতুন রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি ১০ (RMX3663) এবং রিয়েলমি ১০ প্রো (RMX3687)-এর টেনা তালিকাটি আপডেট করা হয়েছে। এখন হ্যান্ডসেট দুটির ছবির পাশাপাশি এগুলির মূল স্পেসিফিকেশনগুলিও তালিকায় উপলব্ধ। তালিকা অনুযায়ী, উভয় হ্যান্ডসেটেই ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লে রয়েছে। তবে, বেস মডেলে ফ্ল্যাট এলসিডি প্যানেল থাকবে, যেখানে প্রো মডেলে কার্ভড এজের সাথে অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যাবে৷ আর নিরাপত্তার জন্য, স্ট্যান্ডার্ড রিয়েলমি ১০-এ অন্তর্ভুক্ত থাকবে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

আবার, রিয়েলমি ১০ একটি অজানা ৫জি-রেডি অক্টা-কোর চিপসেট দ্বারা চালিত হবে, যার ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ। অন্যদিক, প্রো মডেলটি ২.৬ গিগাহার্টজ ক্লক স্পিডের একটি প্রসেসরের সাথে আসবে, যা নতুন মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ চিপসেটটি হবে বলেই মনে করা হচ্ছে। দুটি ফোনই ৬ জিবি/ ৮ জিবি /১২ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি/ ১২৮ জিবি/২৫৬ জিবি/ ৫১২ জিবি স্টোরেজ অফার করতে পারে।

এছাড়া, এই রিয়েলমি ডিভাইসগুলি অ্যান্ড্রয়েড ১২ না লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের সাথে আসবে, তা এখনও স্পষ্ট নয়। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, উভয় মডেলেই ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। Realme 10 Pro মডেলের চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C)-টি প্রকাশ করেছে যে, এটি ৬৭ ওয়াট চার্জিং সাপোর্ট করতে পারে। তবে, রেগুলার Realme 10-এর ফাস্ট চার্জিং ক্ষমতা সম্পর্কে কোনও তথ্য এখনও জানা যায়নি।

ফটোগ্রাফির জন্য, Realme 10-এর রিয়ার প্যানেলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের একটি সেন্সর সমন্বিত ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা যাবে। আর Pro ভ্যারিয়েন্টের ট্রিপল ক্যামেরা সিস্টেমের মধ্যে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর অবস্থান করবে, যার সাথে সহায়ক ক্যামেরা হিসেবে একটি ৮ মেগাপিক্সেলের সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের লেন্স যুক্ত থাকবে। তবে সেলফির জন্য, দুটি ফোনের সামনেই একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত থাকবে। সবশেষে, Realme 10-এর পরিমাপ ১৬৩.৭ x ৭৪.২ x ৮.১ মিলিমিটার এবং ওজন ১৯০ গ্রাম। অন্যদিকে, Realme 10 Pro 5G-এর পরিমাপ ১৬১.৫ x ৭৩.৯ x ৭.৭৮ মিলিমিটার এবং ওজন হবে ১৭২.৫ গ্রাম।

Show Full Article
Next Story