108 মেগাপিক্সেল ক্যামেরার সাথে Realme 11 4G মাসের শেষ দিনে লঞ্চ হচ্ছে, থাকবে ১৬ জিবি র‌্যাম

Realme 11 5G সিরিজ লঞ্চ করার পর, ব্র্যান্ডটি Realme 11 লাইনআপে একটি ৪জি স্মার্টফোন যোগ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে...
Ananya Sarkar 24 July 2023 11:31 PM IST

Realme 11 5G সিরিজ লঞ্চ করার পর, ব্র্যান্ডটি Realme 11 লাইনআপে একটি ৪জি স্মার্টফোন যোগ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছিল। সেই মতোই এখন রিয়েলমির ভিয়েতনামী শাখা আসন্ন ফোনটির লঞ্চের তারিখটি নিশ্চিত করেছে। চলতি মাসেই ভিয়েতনামের বাজারে পা রাখতে চলেছে Realme 11 4G। আপকামিং ফোনটির সম্পর্কে কি কি তথ্য উঠে এল, আসুন জেনে নেওয়া যাক।

Realme 11 4G লঞ্চ হতে চলছে আগামী সপ্তাহেই

কোম্পানির তরফে একটি টিজার প্রকাশ করে ঘোষনা করা হয়েছে যে, রিয়েলমি ১১ ৪জি আনুষ্ঠানিকভাবে আগামী ৩১ জুলাই ভিয়েতনামে লঞ্চ হবে। এছাড়াও, টিজারটি নিশ্চিত করেছে যে ডিভাইসটি গোল্ড এবং ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। অনলাইন রিটেলাররাও তাদের ওয়েবসাইটে রিয়েলমি ১১ ৪জি-কে তালিকাভুক্ত করা শুরু করেছে এবং এর স্পেসিফিকেশন প্রকাশ করেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

Realme 11 4G-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

রিয়েলমি ১১ ৪জি-তে ১,০৮০ x ২,৪০০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে পাওয়া যাবে। স্ক্রিনটি ১,০০০ নিট পিক ব্রাইটনেস প্রদান করবে এবং এটি কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত হবে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসরে চলবে, যার সাথে থাকবে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এছাড়াও ফোনটিতে মিলবে ৮ জিবি ডাইনামিক র‍্যাম এক্সপ্যানশন (DRE)।

ফটোগ্রাফির জন্য, Realme 11 4G-এর রিয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রোলাইট ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স অন্তর্ভুক্ত থাকবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। ফোনটিতে নাইট শট, প্যানোরামা, এইচডিআর, এবং এআই সিন রিকগনিশন-এর মতো বিভিন্ন ফটোগ্রাফি মোড সাপোর্ট করবে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Realme 11 4G ফোনে ৬৭ ওয়াট সুপারভোক (SuperVOOC) চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য, এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে রিয়েলমি ইউআই ৪.০ সফ্টওয়্যার ভার্সনে রান করবে এবং কানেক্টিভিটির জন্য এতে ডুয়েল সিম (ন্যানো-সিম), ইউএসবি টাইপ-সি ও ব্লুটুথ ৫.৩ সাপোর্ট করবে।

এছাড়াও, Realme 11 4G ডিভাইসে গ্লাস নির্মিত ব্যাক প্যানেল এবং একটি প্লাস্টিকের ফ্রেম রয়েছে। এটির পরিমাপ ১৫৯.৯ x ৭৩.৩ x ৭.৯৫ মিলিমিটার এবং ওজন ১৭৮ গ্রাম। অনবোর্ড সেন্সরগুলির মধ্যে রয়েছে অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি, কম্পাস এবং ব্যারোমিটার। ডিভাইসটির রিটেইল বক্সে ফোনের সাথে, ইউইএসবি টাইপ-সি কেবল, ৬৭ ওয়াট অ্যাডাপ্টার, প্রোটেক্টিভ কেস, সিম কার্ড ইজেক্টর টুল, প্রি-অ্যাডহিসিভ স্ক্রিন প্রোটেক্টর, প্রোডাক্ট ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড অন্তর্ভুক্ত থাকবে। ডিভাইসটির দাম আগামী ৩১ জুলাই লঞ্চের সময় প্রকাশ করা হবে।

Show Full Article
Next Story