Realme 11 5G: দারুণ ডিসপ্লের সঙ্গে চমৎকার ক্যামেরা, ভারতে নতুন ফোন আনছে রিয়েলমি
রিয়েলমি (Realme) চলতি বছরের মে মাসে চীনে Realme 11 5G, Realme 11 Pro এবং Realme 11 Pro+ 5G লঞ্চ করেছে। এর মধ্যে 'Pro'...রিয়েলমি (Realme) চলতি বছরের মে মাসে চীনে Realme 11 5G, Realme 11 Pro এবং Realme 11 Pro+ 5G লঞ্চ করেছে। এর মধ্যে 'Pro' মডেল দুটি ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে। এদিকে, শোনা যাচ্ছে রিয়েলমি গ্লোবাল মার্কেটে স্ট্যান্ডার্ড Realme 11 5G উন্মোচনের পরিকল্পনা করছে। স্মার্টফোনটি এখন থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) এবং ভারতের বিআইএস (BIS) কর্তৃপক্ষের অনুমোদন লাভ করেছে, যা ইঙ্গিত দেয় যে হ্যান্ডসেটটি শীঘ্রই এই দেশগুলিতে পা রাখবে।
Realme 11 5G একাধিক দেশে লঞ্চ হতে চলেছে
রিয়েলমি ১১ ৫জি-এর যে সংস্করণটি বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে, সেটি অরিজিনাল চীনা ভার্সনের থেকে ভিন্ন হতে পারে। কেননা ডিভাইসটির চীনা ভ্যারিয়েন্ট RMX3751 মডেল নম্বর বহন করলেও, গ্লোবাল ভার্সন RMX3780 মডেল নম্বর সহ থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) এবং ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে।
তবে এনবিটিসি এবং বিআইএস রিয়েলমি ১১ ৫জি-এর স্পেসিফিকেশন সম্পর্কে কিছু প্রকাশ করেনি। জানিয়ে রাখি, ডিভাইসটি ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাতের টিডিআরএ (TDRA), মালয়েশিয়ার এসআইআরআইএম (SIRIM) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC)-র ছাড়পত্র লাভ করেছে।
Realme 11 5G (Global Variant)-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
রিয়েলমি ১১ ৫জি-এর এফসিসি লিস্টিং প্রকাশ করেছে যে, এটির পরিমাপ হবে ১৬৫.৬৬ x ৭৪.৯৮ x ৮.০৯ মিলিমিটার এবং ওজন ১৯২ গ্রাম। ডিভাইসটি রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) সফ্টওয়্যার স্কিনে রান করবে, যা অ্যান্ড্রয়েড ১৩ ওএস নির্ভর। এতে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮৯০ এমএএইচ (রেটেড ভ্যালু) ব্যাটারি থাকবে বলেও জানা গেছে। এছাড়াও, ডিভাইসটি ৫জি, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথের মতো কানেক্টিভিটি অপশ অফার করবে।
অন্যদিকে, চীনে উপলব্ধ Realme 11 5G-তে ৬.৪৩ ইঞ্চির সুপার-অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সাথে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বিদ্যমান।
ডিভাইসটি MediaTek Dimensity 6020 চিপসেট দ্বারা চালিত, যার সাথে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ যুক্ত রয়েছে। পরিশেষে, Realme 11 5G-কে শক্তি যোগায় ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন একটি ব্যাটারি, যা দ্রুত চার্জিংয়ের জন্য ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।