Realme 11 5G vs OnePlus Nord CE 3 Lite 5G: রিয়েলমি নাকি ওয়ানপ্লাসের 108 মেগাপিক্সেল ক্যামেরা ফোন সেরা
চলতি মাসের ২৩ তারিখ Realme 11 5G এদেশের বাজারে পা রাখে। ফোনটির অন্যতম বিশেষত্ব হল এতে ১০৮ মেগাপিক্সেল Samsung ISOCELL...চলতি মাসের ২৩ তারিখ Realme 11 5G এদেশের বাজারে পা রাখে। ফোনটির অন্যতম বিশেষত্ব হল এতে ১০৮ মেগাপিক্সেল Samsung ISOCELL HM6 প্রাইমারি রিয়ার সেন্সর পাওয়া যাবে, আর দাম ১৯,০০০ টাকারও কম। এদিকে গত ৪ঠা এপ্রিল আত্মপ্রকাশ করা OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোনও ১০৮ মেগাপিক্সেলের মুখ্য রিয়ার ক্যামেরা এবং 5G কানেক্টিভিটি সহ এসেছে। আর Realme ও OnePlus ডিভাইস দুটির মধ্যে দামের পার্থক্য মাত্র ১,০০০ টাকা। ফলে Realme 11 5G নাকি OnePlus Nord CE 3 Lite 5G কোনটি কেনা সর্বাধিক লাভের হবে তা এখন আলোচ্য বিষয় হয়ে উঠেছে। এর উত্তর খুঁজতে চলুন Realme 11 5G ও OnePlus Nord CE 3 Lite 5G-এর দাম ও ফিচারের মধ্যে পার্থক্যগুলি দেখে নেওয়া যাক।
Realme 11 5G Vs OnePlus Nord CE 3 Lite 5G : দাম
ভারতে রিয়েলমি ১১ ৫জি স্মার্টফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। আর উচ্চতর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনকে পাওয়া যাবে ১৯,৯৯৯ টাকায়। এটি – গ্লোরি গোল্ড এবং গ্লোরি ব্ল্যাক কালার বিকল্পে উপলব্ধ।
ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে যথাক্রমে ১৯,৯৯৯ টাকা ও ২১,৯৯৯ টাকা। এটিকে – ক্রোম্যাটিক গ্রে এবং পেস্টেল লাইম কালার অপশনে পাওয়া যাবে।
Realme 11 5G Vs OnePlus Nord CE 3 Lite 5G : ডিসপ্লে, সেন্সর
ডুয়াল সিমের (ন্যানো) রিয়েলমি ১১ ৫জি স্মার্টফোনে রয়েছে ৬.৭২-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) Samsung AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সমর্থন করে। আর নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।
ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট স্মার্টফোনে আছে ৬.৭১ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লে - ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬৮০ নিট পিক ব্রাইটনেস এবং ৯১.৪০% স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। আর ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন। সিকিউরিটি ফিচার হিসাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
Realme 11 5G Vs OnePlus Nord CE 3 Lite 5G : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র্যাম, স্টোরেজ
রিয়েলমি ১১ ৫জি স্মার্টফোনে ৬এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিনে রান করে। আবার স্টোরেজ হিসাবে ডিভাইসে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত রম মিলবে। যদিও এই হ্যান্ডসেটে ৮ জিবি পর্যন্ত ডায়নামিক র্যাম এক্সপেনশন (DRE) ফিচার সাপোর্ট করায়, ইউজাররা মোট ১৬ জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারবেন। এছাড়া মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর স্টোরেজ ক্যাপাসিটি ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।
উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনে অ্যাড্রেনো ৬১৯ জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩.১ কাস্টম স্কিন দ্বারা চালিত। এই স্মার্টফোনকে ৮ জিবি র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।
Realme 11 5G Vs OnePlus Nord CE 3 Lite 5G : ক্যামেরা সেটআপ
ক্যামেরা বিভাগের কথা বললে, Realme 11 5G স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৭৫ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেল Samsung ISOCELL HM6 প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। এদিকে সেলফি এবং ভিডিও চ্যাটিংয়ের জন্য রয়েছে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য OnePlus Nord CE 3 Lite ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ লক্ষ্যণীয়। এই ক্যামেরাগুলি হল - ৩এক্স লসলেস জুম সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
Realme 11 5G Vs OnePlus Nord CE 3 Lite 5G : ব্যাটারি, চার্জিং ক্যাপাসিটি
কানেক্টিভিটির জন্য Realme 11 5G ফোনে – ডুয়াল সিম স্লট, ডুয়াল স্ট্যান্ডবাই ৫জি, ৪জি এলটিই, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২, জিপিএস, এ-জিপিএস, এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত থাকছে৷ পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ডিভাইসটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ এসেছে, যা ৬৭ ওয়াট সুপারভুক চার্জিং সমর্থন করে। সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি মাত্র ১৭ মিনিটে ফোনকে ৫০% পর্যন্ত চার্জ করতে সক্ষম।
ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট স্মার্টফোনে কানেক্টিভিটি বিকল্প হিসাবে - ৫জি, ৪জি, ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস, গ্যালিলিও, গ্লোনাস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি ২.০ পোর্ট। এতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে।