5G সাপোর্ট যুক্ত আরও এক স্মার্টফোন সিরিজ লঞ্চের প্রস্তুতি শুরু করল Realme
রিয়েলমি গত নভেম্বর মাসে Realme 10 সিরিজ লঞ্চ করেছে। আবার গত মাসে ভারতের বাজারে স্পেশ্যাল Realme 10 pro Coca-Cola এডিশন...রিয়েলমি গত নভেম্বর মাসে Realme 10 সিরিজ লঞ্চ করেছে। আবার গত মাসে ভারতের বাজারে স্পেশ্যাল Realme 10 pro Coca-Cola এডিশন লঞ্চের ঘোষণা করেছে তারা। ইতিমধ্যেই ব্র্যান্ডটি পরবর্তী প্রজন্মের Realme 11 লাইনআপের স্মার্টফোনগুলি বাজারে লঞ্চ করার প্রস্তুতি শুরু করে দিয়েছে। কারণ realme 11 Pro ভ্যারিয়েন্টটিকে ব্লুটুথ এসআইজি (bluetooth sig) সার্টিফিকেশন সাইটে স্পট করা গেছে। আসুন তাহলে এই সার্টিফিকেশন সাইট থেকে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।
Realme 11 Pro 5G-কে Bluetooth SIG সার্টিফিকেশন ওয়েবসাইটে স্পট করা গেছে
রিয়েলমি ১১ প্রো ৫জি ফোনটি আশ্চর্যজনকভাবে তার পূর্বসূরি মডেলগুলির লঞ্চের কয়েক মাসের মধ্যেই ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। হ্যান্ডসেটটিকে তালিকায় rmx3771 মডেল নম্বর সহ দেখা গেছে। লিস্টিংটি প্রকাশ করে যে, এটি লেটেস্ট ব্লুটুথ ৫.২ সংযোগ সাপোর্ট করবে। রিয়েলমি ১১ প্রো ৫জি-এর পাশাপাশি, তালিকায় রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি এবং রিয়েলমি ৯ প্রো প্লাস-ও ছিল।
এখনও পর্যন্ত, রিয়েলমি ১১ প্রো ৫জি সম্পর্কে অন্য কোনও বিবরণ প্রকাশ্যে আসেনি। তবে, এখন যেহেতু স্মার্টফোনটির মডেল নম্বর জানা গেছে, তাই আশা করা যায় আগামী দিনে অন্যান্য সার্টিফিকেশন এবং রিপোর্ট থেকে এটির বিষয়ে আরও তথ্য জানা যাবে। সাধারণত রিয়েলমির পরবর্তী প্রজন্মের ডিভাইসগুলিতে তার পূর্বসূরির তুলনায় একাধিক আপগ্রেড থাকে। তাই আশা করা যায়, রিয়েলমি ১১ প্রো ৫জি-ও তার পূর্বসূরি রিয়েলমি ১০ প্রো-এর থেকে একটি ভাল আপগ্রেড হবে। জানিয়ে রাখি, গত নভেম্বর মাসে ১০ প্রো ৫জি ৬.৭২ ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লে সহ লঞ্চ হয়, যা ৬৮০ নিট পিক ব্রাইটনেস এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।
এছাড়া, Realme 10 Pro 5G কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত। চিপসেটটিতে ৮ জিবি /১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও, এতে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যামের সাপোর্ট রয়েছে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিনে রান করে।
ক্যামেরার ক্ষেত্রে, Realme 10 Pro 5G-এর ব্যাক প্যানেলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে যা নিরাপত্তার জন্য ফেসিয়াল আনলকও অফার করে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, realme 10 pro 5g মডেলটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।