200MP ক্যামেরাযুক্ত এই দুর্দান্ত ফোনে হাজার হাজার টাকা ছাড় দিচ্ছে Amazon, এক্সচেঞ্জে প্রচুর লাভ

বিগত দুদিন ধরে Amazon India প্ল্যাটফর্মে চলছে Great Freedom Festival Sale, যার কারণে ইলেকট্রনিক্স থেকে শুরু করে ফ্যাশন...
Anwesha Nandi 6 Aug 2023 3:23 PM IST

বিগত দুদিন ধরে Amazon India প্ল্যাটফর্মে চলছে Great Freedom Festival Sale, যার কারণে ইলেকট্রনিক্স থেকে শুরু করে ফ্যাশন আইটেম – বিভিন্ন জিনিস বাড়ি বসে কম দামে কেনার সুযোগ মিলছে। এমতাবস্থায় আপনি যদি সস্তায় একটি নতুন স্মার্টফোন কিনতে চান তাও আবার ফটোগ্রাফির শখ পূরণ করার জন্য, তাহলে এই সেল মিস করা একদমই ঠিক হবেনা। কারণ Amazon Great Freedom Festival Sale-এ ২০০ মেগাপিক্সেল ক্যামেরা বিশিষ্ট লেটেস্ট Realme 11 Pro+ 5G ফোনটি আকর্ষণীয় অফারে উপলব্ধ হয়েছে। আপনি এটি এখন ৩০,০০০ টাকার চেয়ে অনেক কমে হাতের মুঠোয় পেয়ে যাবেন।

Realme 11 Pro+ 5G-তে দেদার অফার দিচ্ছে Amazon, পুরোনো ফোন বদলে নিন

চলতি অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে, মাত্র কয়েকদিন আগে লঞ্চ হওয়া রিয়েলমি ১১ প্রো+ ৫জি ফোনের ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম শুরু হচ্ছে ২৯,৪৫০ টাকা থেকে। এক্ষেত্রে আপনি ব্যাঙ্ক অফারের সুবিধাকে কাজে লাগিয়ে আরও ২,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

তবে আপনি যদি পুরোনো স্মার্টফোনের বদলে এই রিয়েলমি হ্যান্ডসেটটি কিনতে চান, সেক্ষেত্রে কিন্তু প্রচুর সাশ্রয়ের সুযোগ রয়েছে। অ্যামাজনের নির্দিষ্ট শর্ত মেনে ফোন এক্সচেঞ্জ করলে পাওয়া যাবে ২৬,৭৫০ টাকা পর্যন্ত ছাড়। বুঝতেই পারছেন, সমস্ত অফার কাজে লাগানো সম্ভব হলে আপনার হাজার হাজার টাকা বেঁচে যাবে।

Realme 11 Pro+ 5G ফোনের স্পেসিফিকেশন

রিয়েলমি ১১ প্রো+ ৫জি স্মার্টফোনটিতে ৬.৭ ইঞ্চি ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৯৫০ নিটস্। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর, যার সাথে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা মিলবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। শুধু তাই নয়, যেমনটা শুরুতেই বলেছি – ফটোগ্রাফির জন্য এই ফোন আদর্শ, কারণ এতে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

Show Full Article
Next Story