ক্যামেরা টু চার্জিং, চমকের ছড়াছড়ি, Realme 11 Pro+ লঞ্চের আগে বাজার তোলপাড় করা খবর

রিয়েলমি খুব শীঘ্রই Realme 11 সিরিজটি লঞ্চ করতে চলেছে। এই লাইনআপে অন্তর্ভুক্ত স্ট্যান্ডার্ড Realme 11, Realme 11 Pro এবং Realme 11 Pro+ – মডেলগুলি আগামী…

রিয়েলমি খুব শীঘ্রই Realme 11 সিরিজটি লঞ্চ করতে চলেছে। এই লাইনআপে অন্তর্ভুক্ত স্ট্যান্ডার্ড Realme 11, Realme 11 Pro এবং Realme 11 Pro+ – মডেলগুলি আগামী বুধবার, ১০ মে উন্মোচন করা হবে। আসন্ন স্মার্টফোনগুলিকে নিয়ে ইতিমধ্যে বেশ কিছু রিপোর্ট সামনে এসেছে। আর এখন, কোম্পানির তরফে একটি অফিসিয়াল টিজার শেয়ার করা হয়েছে, যা টপ-এন্ড মডেল, Realme 11 Pro+ এর কিছু মূল বৈশিষ্ট্য প্রকাশ করেছে। তাহলে চলুন এগুলি দেখে নেওয়া যাক।

Realme 11 Pro+ ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও বড় ব্যাটারির সাথে বাজারে আসবে

রিয়েলমি আগামী ১০ মে চীনে রিয়েলমি ১১ সিরিজ লঞ্চ করতে চলেছে। আর এখন কোম্পানি তাদের লেটেস্ট টিজারে রিয়েলমি ১১ প্রো প্লাস-এর ব্যাটারি ক্ষমতা সম্পর্কিত তথ্যগুলি নিশ্চিত করেছে। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা গেছে, যা তার পূর্বসূরি রিয়েলমি ১০ প্রো প্লাস-এর অনুরূপ। এই ব্যাটারিটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলেও জানা গেছে, যা পূর্বসূরির ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং স্পিডের থেকে উল্লেখযোগ্যভাবে বেশি।

জানিয়ে রাখি, Realme 10 Pro+ মডেলটি এর ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সাহায্যে ১৭ মিনিটের মধ্যে ০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে, তাই আশা করা যায় যে এটির উত্তরসূরি আরও কম সময়ে চার্জ হবে। এছাড়াও জানা গেছে, রিয়েলমি ১১ প্রো প্লাস-এ একটি লম্বা ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এছাড়াও, টিজার ইমেজটি প্রকাশ করেছে যে হ্যান্ডসেটটির ওজন হবে মাত্র ১৮৩ গ্রাম।

উল্লেখ্য, Realme 11 Pro+ মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর দ্বারা চালিত হবে, যা ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে। ফোনটির রিয়ার প্যানেলে ২০০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যেখানে ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে। ডিভাইসটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে।