শুধু 200MP ক্যামেরা নয়, Realme 11 Pro+ আসছে 12 জিবি র্যাম ও ডাইমেনসিটি 7050 প্রসেসরের সাথে
Realme ইতিমধ্যেই আসন্ন Realme 11 Pro+ ফোনের ডিসপ্লে ও ডিজাইন টিজ করেছে। এর আগে ফোনটিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইট- 3C,...Realme ইতিমধ্যেই আসন্ন Realme 11 Pro+ ফোনের ডিসপ্লে ও ডিজাইন টিজ করেছে। এর আগে ফোনটিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইট- 3C, IMEI, TENAA, BIS -তে দেখা গিয়েছিল। এখান থেকে স্মার্টফোনটির বিভিন্ন তথ্য সামনে এসেছে। এখন আবার ৯ মার্চের লঞ্চের আগে Realme 11 Pro+ বেঞ্চমার্ক সাইট, Geekbench-এ উপস্থিত হল। আসুন এখান থেকে ফোনটি সম্পর্কে কি কি তথ্য উঠে এল জেনে নেওয়া যাক।
Realme 11 Pro+ কে আজ গিকবেঞ্চের ডেটাবেসে RMX3740 মডেল নম্বর সহ খুঁজে পাওয়া যায়। এই একই মডেল নম্বর সহ ফোনটি অন্যান্য সার্টিফিকেশন সাইটেও তালিকাভুক্ত হয়েছিল। গিকবেঞ্চ থেকে জানা গেছে, Realme 11 Pro+ হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর ব্যবহার করা হবে। এই প্রসেসরের ছটি কোর ২.২ গিগাহার্টজ এবং দুটি কোর ২.৬০ গিগাহার্টজ ক্লক স্পিড অফার করবে।
বেঞ্চমার্ক সাইটে রিয়েলমি ১১ প্রো প্লাস কে ১২ জিবি র্যাম সহ দেখা গেছে। তবে আশা করা যায় লঞ্চের সময় এর আরও কয়েকটি র্যাম ভ্যারিয়েন্ট থাকবে। আর ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। এখানে ফোনটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ৮৩৮ ও ২৩০৩ স্কোর করেছে।
এর আগে জানা গিয়েছিল যে, রিয়েলমি ১১ প্রো প্লাস ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ১০ বিট অ্যামোলেড ডিসপ্লে সহ আসবে। আর পিছনে গোলাকার ক্যামেরা মডিউল দেখা যাবে, যারমধ্যে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হবে। আর ফোনটির ব্যাক প্যানেলে লেদার ফিনিশ থাকবে।