Realme 11 Pro+: রিয়েলমির প্রথম 200MP ক্যামেরা ফোন ভারতে আসছে, কেমন ফিচার থাকবে দেখুন
রিয়েলমি শীঘ্রই বাজারে Realme 11 Pro সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই লাইনআপে Realme 11 Pro এবং...রিয়েলমি শীঘ্রই বাজারে Realme 11 Pro সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই লাইনআপে Realme 11 Pro এবং Realme 11 Pro+ মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই এই আসন্ন ডিভাইসগুলির সম্পর্কে বিভিন্ন সূত্র এবং রিপোর্ট থেকে একাধিক তথ্য সামনে এসেছে। সম্প্রতি হ্যান্ডসেট দুটিকে চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে এবং এই ডেটাবেসের তালিকায় এগুলির মূল স্পেসিফিকেশনও প্রকাশ করা হয়েছে। আর এখন Realme 11 Pro+ এর ভারতীয় সংস্করণটি বিআইএস (BIS) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে, যা ভারতের বাজারে এই ফোনটির আসন্ন লঞ্চের ইঙ্গিত দিচ্ছে। আসুন তাহলে এই সার্টিফিকেশনটি থেকে Realme 11 Pro+ সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যায়।
Realme 11 Pro+ পেল BIS-এর অনুমোদন
টিপস্টার মুকুল শর্মা তার একটি সাম্প্রতিক টুইটে প্রকাশ করেছেন যে, RMX3741 মডেল নম্বর সহ রিয়েলমি ১১ প্রো প্লাস-এর ভারতীয় সংস্করণটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর সাইটে তালিকাভুক্ত হয়েছে। যথারীতি বিআইএস-এর তালিকাতে ফোনটির কোনও বৈশিষ্ট্য সম্পর্কে উল্লেখ করা হয়নি। তবে, অনুমান করা যায় এটি খুব শীঘ্রই ভারতীয় বাজারে পা রাখবে।
জানিয়ে রাখি, সম্প্রতি রিয়েলমি ১১ প্রো এবং ১১ প্রো প্লাস মডেল দুটির প্রধান স্পেসিফিকেশনগুলি চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন তালিকার মাধ্যমে প্রকাশ্যে এসেছে। নতুন ডিভাইসগুলি আগামী মাসে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু, এগুলির অঞ্চলভিত্তিক উপলব্ধতা এবং মূল্য সম্পর্কে সেভাবে কোন তথ্য সামনে আসেনি। তবে এখন দেখা যাচ্ছে যে এটি ভারতেও লঞ্চ হতে চলেছে।
স্পেসিফিকেশন সম্পর্কে বললে, টেনা সার্টিফিকেশনটি প্রকাশ করেছে যে Realme 11 Pro+এ বড় ৬.৭ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করতে পারে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর দ্বারা চালিত হবে, যা সর্বাধিক ১৬ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকবে।
ফটোগ্রাফির জন্য, Realme 11 Pro+ এর পিছনে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে বলে জানা গেছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, এই রিয়েলমি ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা সম্ভবত ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
বিআইএস-এর সার্টিফিকেশনটি পাওয়ার পর আশা করা যায়, খুব শীঘ্রই Realme 11 Pro+ 5G চীনের পাশাপাশি ভারতীয় বাজারেও পা রাখবে। যেহেতু শোনা যাচ্ছে যে, 11 Pro লাইনআপটি আগামী মে মাসে চীনের বাজারে উন্মোচিত হবে, তাই সম্ভবত ডিভাইসটি একই সময়ে ভারতে বাজারেও প্রবেশ করতে পারে। তবে মনে রাখবেন, এই তথ্যগুলি একটি অসমর্থিত প্রতিবেদন থেকে সামনে এসেছে। তাই এগুলির সত্যতা কতটা, তা সময়ই বলতে পারবে।