নতুন ফোনের সঙ্গে 4,499 টাকার স্মার্টওয়াচ বিলকুল ফ্রি! Realme-র ধামাকাদার অফার
রিয়েলমি (Realme) আর ক'দিনের মধ্যে ভারতে নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আগামী ৮ জুন এদেশে Realme 11...রিয়েলমি (Realme) আর ক'দিনের মধ্যে ভারতে নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আগামী ৮ জুন এদেশে Realme 11 Pro সিরিজের অধীনে দেশে Realme 11 Pro+ 5G এবং Realme 11 Pro 5G উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। ভারতে লঞ্চের আগে, ফোনগুলির র্যাম এবং স্টোরেজ অপশনগুলি ফাঁস হয়েছে। আর এখন, এক জনপ্রিয় টিপস্টার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Realme 11 Pro সিরিজের প্রি-অর্ডারের তারিখ এবং লঞ্চ অফার প্রকাশ করেছেন।
Realme 11 Pro সিরিজের প্রি-অর্ডার ও লঞ্চ অফার লিক
টিপস্টার সুধাংশু আম্ভোরে টুইটারে একটি ছবি শেয়ার করেছেন, যা রিয়েলমি ১১ প্রো ৫জি সিরিজের প্রি-অর্ডারের সময়কাল প্রকাশ করেছেন। এছাড়াও, পোস্টারটি আসন্ন রিয়েলমি ফোনগুলির জন্য প্রি-অর্ডার অফারগুলিও নিশ্চিত করে, সাথে রয়েছে নো-কস্ট ইএমআই অপশনের জন্য একগুচ্ছ ব্যাঙ্ক অফার। রিয়েলমি ১১ প্রো সিরিজটি আগামী ৮ জুন বাজারে আসতে চলেছে এবং একই দিনে অগ্রিম অর্ডার প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। পোস্টারে বলা হয়েছে যে, ডিভাইসটি ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত প্রি-অর্ডারের জন্য উপলব্ধ থাকবে। অর্থাৎ, ১৫ জুন থেকে ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমে বিক্রি শুরু হতে পারে।
যারা রিয়েলমি ১১ প্রো সিরিজের ৫জি ফোনের প্রি-অর্ডার করবেন, তারা রিয়েলমির পক্ষ থেকে একটি বিনামূল্যের স্মার্টওয়াচ পেতে পারেন। কোম্পানি প্রি-অর্ডার অফারের অংশ হিসাবে রিয়েলমি ওয়াচ ২ প্রো অফার করবে। ওয়াচ ২ প্রো ২০২১ সালের মাঝামাঝি সময়ে লঞ্চ করা হয়েছিল এবং বর্তমানে অফিসিয়াল সাইটে ৪,৪৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে।
realme 11 Pro Series 5G offline pre-orders will start from June 8. Those who pre-order the phone will get realme Watch 2 Pro worth ₹4499 for FREE. #realme11ProSeries5G #realme11Pro #realme11ProPlus pic.twitter.com/wr9dLTVxYD
— Sudhanshu Ambhore (@Sudhanshu1414) June 3, 2023
এই স্মার্টওয়াচটিতে ১.৭৫ ইঞ্চির কালার ডিসপ্লে রয়েছে যা ৩০ এফপিএস (Frame Per Second)-এ চলে এবং ৩২০ x ৩৮৫ পিক্সেলের রেজোলিউশন এবং ৬০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ওয়্যারেবলটি ডুয়েল চ্যানেল জিপিএস-এর সাথে আসে। এটি ৯০টি স্পোর্টস মোড ট্র্যাক করতে পারে। ঘড়িটিতে হার্ট রেট সেন্সর এবং এসপিও২ (SpO2) সেন্সর রয়েছে। এটি একবার চার্জে ২ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।
এর পাশাপাশি, কোম্পানি একাধিক ব্যাঙ্ক এবং কার্ড পার্টনারশিপের জন্য নো-কস্ট ইএমআইও অফার করবে। এর মধ্যে রয়েছে বাজাজ ফাইন্যান্স, এইচডিবি, আইডিএফসি ব্যাঙ্ক, হোম ক্রেডিট, টিভিএস ক্রেডিট, পেটিএম, বোনাসহাব, ইজিট্যাপ। উল্লেখিত পার্টনাররা Realme 11 Pro সিরিজের ডিভাইস কেনার জন্য একটি নো-কস্ট ইএমআই (EMI) সুবিধা অফার করবে।
Realme 11 Pro সিরিজের স্পেসিফিকেশন এবং ফিচার
যেহেতু Realme 11 Pro সিরিজে ইতিমধ্যেই চীনে লঞ্চ করা হয়েছে, তাই এগুলির সম্পূর্ণ স্পেসিফিকেশন আর অজানা নেই। Realme 11 Pro+ মডেলে ৬.৭ ইঞ্চির কার্ভড ১০-বিট অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে অফার করে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯৫০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসটি সর্বাধিক ১২ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ সহ মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর দ্বারা চালিত। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) ইউজার ইন্টারফেসে রান করে।
ফটোগ্রাফির জন্য, Realme 11 Pro+ 5G -তে ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ২০০ মেগাপিক্সেলের স্যামসাং আইএসওসেল এইচপি৩ সেন্সর, একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত৷ ফোনটির সামনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Realme 11 Pro+ 5G-তে ৪,৮৭০ এমএএইচ ব্যাটারি ইউনিট রয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং এটি একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করে।
অন্যদিকে, Realme 11 Pro 5G অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট সহ ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা অফার করে। এর সাথে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স যুক্ত রয়েছে। ডিভাইসটি ভিডিও কল এবং সেলফির জন্য একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার সাথে এসেছে। এটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এগুলি ছাড়া, Realme 11 Pro 5G-এর বাকি স্পেসিফিকেশন টপ-এন্ড Realme 11 Pro+-এর মতোই। ফোনগুলির সঠিক মূল্য এবং লঞ্চ অফার সহ আরও বিশদ বিবরণ ৮ জুন প্রকাশ করা হবে।