200MP-র সঙ্গে 100MP ক্যামেরা! Realme 11 Pro সিরিজ দুর্ধর্ষ ফিচার্স নিয়ে 8 জুন লঞ্চ হবে দেশে

Realme 11 Pro সিরিজ চলতি মাসেই চীনে লঞ্চ হয়েছে। রিয়েলমি এই ফোনগুলি খুব শীঘ্রই ভারতেও আনতে চলেছে। ইদানিং রিয়েলমির...
Ananya Sarkar 31 May 2023 7:31 PM IST

Realme 11 Pro সিরিজ চলতি মাসেই চীনে লঞ্চ হয়েছে। রিয়েলমি এই ফোনগুলি খুব শীঘ্রই ভারতেও আনতে চলেছে। ইদানিং রিয়েলমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে শাহরুখ খানকে Realme 11 Pro সিরিজের প্রমোশন করতে দেখা যাচ্ছে। অবশেষে কোম্পানির তরফে ভারতে স্মার্টফোনগুলির লঞ্চের তারিখ প্রকাশ করা হয়েছে। Realme 11 Pro লাইনআপের অধীনে Realme 11 Pro এবং Realme 11 Pro+ আগামী ৮ জুন ভারতের বাজারে লঞ্চ হবে। চীননে উপলব্ধ হওয়ার ফলে দু'টি মডেলেরই কোনও স্পেসিফিকেশনই আর অজানা নেই। কয়েকটি জায়গা বাদে Realme 11 Pro এবং Realme 11 Pro+ এর মধ্যে অনেক ক্ষেত্রেই মিল রয়েছে। আসুন তাহলে এদেশে লঞ্চের আগে Realme 11 Pro এবং Realme 11 Pro+ এর স্পেসিফিকেশন এবং ফিচারগুলি একবার দেখে নেওয়া যাক।

Realme 11 Pro সিরিজের স্পেসিফিকেশন এবং ফিচার

রিয়েলমি ১১ প্রো সিরিজের 'নোটিফাই মি' (Notify Me) পেজগুলি বর্তমানে কোম্পানির ওয়েবসাইটে লাইভ আছে। যেসমস্ত আগ্রহী ব্যক্তিরা নোটিফাই মি বাটনে ক্লিক করবেন, তারা রিয়েলমি ১১ প্রো সিরিজের স্মার্টফোন কেনার জন্য ৬ মাসের অতিরিক্ত ওয়ারেন্টি পেয়ে যাবেন। কোম্পানির ওয়েবসাইট ছাড়াও, রিয়েলমি ১১ প্রো সিরিজ ভারতে ফ্লিপকার্টের মাধ্যমে এক্সক্লুসিভলি বিক্রি করা হবে।

স্পেসিফিকেশনের ক্ষেত্রে, রিয়েলমি ১১ প্রো সিরিজে ৬.৭ ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ (১,০৮০ × ২,৪১২ পিক্সেল) রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৯৫০ নিট পিক ব্রাইটনেস, ৫০,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও, এইচডিআর১০+, ৯৩.৬৫% স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে।

ডিভাইসগুলি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর দ্বারা চালিত, যা মালি জি৬৮ জিপিইউ-এর সাথে যুক্ত রয়েছে। এগুলি চীনের বাজারে সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজের সাথে পাওয়া যায়। রিয়েলমি ১১ প্রো সিরিজ অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) ইউজার ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফির জন্য, টপ-এন্ড Realme 11 Pro+ মডেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ২০০ মেগাপিক্সেলের স্যামসাং আইএসওসেল এইচপি৩ সেন্সর, একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। অন্যদিকে, Realme 11 Pro ওআইএস সাপোর্ট সহ ১০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অফার করে। আর Pro+ মডেলের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং Pro মডেলের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Realme 11 Pro সিরিজের উভয় মডেলেই ৪,৮৭০ এমএএইচ ব্যাটারি রয়েছে। তবে, স্ট্যান্ডার্ড মডেলটি ৬৭ ওয়াট এবং শীর্ষস্থানীয় Pro+ মডেলটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অডিওর জন্য, সিরিজটি ডলবি অ্যাটমস দ্বারা টিউন করা স্টেরিও স্পিকার সাপোর্ট করে। নিরাপত্তার জন্য ডিভাইসগুলিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত রয়েছে। Realme 11 Pro লাইনআপ চীনা বাজারে সানরাইজ সিটি, স্টারি নাইট ব্ল্যাক এবং ওয়েসিস গ্রিন-এর মতো কালার অপশনে উপলব্ধ।

Show Full Article
Next Story