12 জিবি র্যামের সাথে Realme 11 ও Realme 11 Pro বাজারে আসছে, থাকবে জবরদস্ত ফিচার
Realme 11 সিরিজের স্মার্টফোনগুলি আগামী কয়েক মাসের মধ্যে ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। Realme 10 সিরিজের উত্তরসূরি...Realme 11 সিরিজের স্মার্টফোনগুলি আগামী কয়েক মাসের মধ্যে ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। Realme 10 সিরিজের উত্তরসূরি হিসেবে Realme 11 সিরিজ বাজারে আসবে। নয়া এই সিরিজের অধীনে শুরুতে দুটি ফোন আসবে Realme 11 এবং Realme 11 Pro। সম্প্রতি এই দুই ফোনকে ভারতীয় সার্টিফিকেশন সাইট ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস (BIS)-এ দেখা গেছে। আসুন আপাতত এই দুই হ্যান্ডসেট সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
Realme 11 ও Realme 11 Pro সম্পর্কে কি কি তথ্য জানা গেল
রিয়েলমি তাদের নম্বর সিরিজ রিয়েলমি ১১ এর অধীনে তিনটি ফোন আনতে পারে - Realme 11, Realme 11 Pro ও Realme 11 Pro+। তবে প্লাস মডেলটি পরে আসবে। আপাতত এর সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
তবে Realme 11, Realme 11 Pro কে সম্প্রতি বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখতে পাওয়ার আশা করা হচ্ছে এগুলি খুব শীঘ্রই লঞ্চ হবে। ফিচারের কথা বললে, এই দুটি ফোন ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস স্ক্রিন, ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে। আবার Realme 11 Pro-এ দেওয়া হতে পারে ৪,৭৮০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।
দুটি ফোনই অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। আর রিয়েলমি ১১-এ থাকতে পারে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এগুলিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যেতে পারে।