বাজেট ফোনে লক্ষ টাকার ফিচার, Realme 12 5G ফোনে থাকবে iPhone এর এই সুবিধা
আগামী ৬ই মার্চ ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে বহুল প্রতীক্ষিত Realme 12 5G এবং Realme 12+ 5G স্মার্টফোন। তবে আনুষ্ঠানিক...আগামী ৬ই মার্চ ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে বহুল প্রতীক্ষিত Realme 12 5G এবং Realme 12+ 5G স্মার্টফোন। তবে আনুষ্ঠানিক লঞ্চের আগেই সংস্থাটি সিরিজের বেস মডেল Realme 12 5G -এর সাথে অফার করা হবে এমন একটি অনন্য বৈশিষ্ট্য টিজ করল। দাবি করা হচ্ছে, আসন্ন এই হ্যান্ডসেটে Apple ডিভাইস অনুপ্রাণিত 'ডাইনামিক বাটন' অন্তর্ভুক্ত করা হবে, যা একাধিক কাস্টমাইজযোগ্য ফাংশনালিটির সুবিধা প্রদান করবে।
Realme 12 5G ফোনে থাকবে iPhone এর মতো ডাইনামিক বাটন
রিয়েলমি দ্বারা শেয়ার করা টিজার ইমেজে এই 'ডাইনামিক বাটন' -এর কার্যকারিতা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়নি। তবে নিশ্চিত করা হয়েছে যে, এই বাটনের মাধ্যমে - ইমেজ ক্যামেরা শাটার, ফ্ল্যাশলাইট, সাইলেন্ট মোড, এয়ারপ্লেন মোড, এবং ডু-নট-ডিস্টার্ব সেটিংসের মতো ফাংশনগুলি নিয়ন্ত্রণ করা যাবে৷ এছাড়া মনে করা হচ্ছে, ফোনের পাওয়ার বাটনই সম্ভবত ডাইনামিক বাটন হিসাবে কাজ করবে।
জানিয়ে রাখি, কার্যকারিতার নিরিখে রিয়েলমির ডায়নামিক বাটন কনসেপ্ট অনেকটাই অ্যাপলের অ্যাকশন বাটনের সাথে সামঞ্জস্যপূর্ণ। যদিও টেক জায়ান্টটি তাদের এই ফিচার বর্তমানে শুধুমাত্র ব্যয়বহুল iPhone 15 Pro এবং 15 Pro Max মডেলের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। তবে রিয়েলমি যদি সত্যি এই বৈশিষ্ট্যটি চালু করতে সক্ষম হয় তবে আগামী সময়ে একাধিক সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের সাথে এই ধরণের সুবিধা দেওয়ার সম্ভাবনা ব্যাপক।
এদিকে জানিয়ে রাখি, Realme 12 5G স্মার্টফোন সম্প্রতি গিকবেঞ্চের ডাটাবেসে উপস্থিত হয়েছিল। এই বেঞ্চমার্কিং সাইটের লিস্টিং থেকে জানা গেছে, উক্ত মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসর এবং ৮ জিবি র্যামের সাথে আসবে। এছাড়া পূর্বে প্রকাশিত কয়েকটি রিপোর্টে দাবি করে হয়েছে যে, সিরিজের এই স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি এবং ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা অফার করবে।
প্রসঙ্গত Realme 12 5G এবং Realme 12+ 5G গত ২৯শে ফেব্রুয়ারি থেকে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। আগ্রহী ক্রেতারা লঞ্চের দিন অর্থাৎ ৬ই মার্চ পর্যন্ত সংস্থার ওয়েবসাইটে গিয়ে নিজেদের পছন্দের স্মার্টফোনটি আগাম বুক করে নিতে পারেন।