Realme 12 Lite: সস্তায় খুব সুন্দর স্মার্টফোন আনছে রিয়েলমি, থাকবে 108MP ক্যামেরা ও 33W ফাস্ট চার্জিং

Realme 12 সিরিজের অধীনে Realme 12 Pro এবং Realme Pro+ নামে দু’টি দুর্দান্ত স্মার্টফোন সম্প্রতি বাজারে এসেছে। মডেলগুলি চোখধাঁধানো ডিজাইন, উচ্চমানের কার্ভড ডিসপ্লে এবং আকর্ষনীয়…

Realme 12 সিরিজের অধীনে Realme 12 Pro এবং Realme Pro+ নামে দু’টি দুর্দান্ত স্মার্টফোন সম্প্রতি বাজারে এসেছে। মডেলগুলি চোখধাঁধানো ডিজাইন, উচ্চমানের কার্ভড ডিসপ্লে এবং আকর্ষনীয় ক্যামেরা অফার করে। তবে এখানেই শেষ নয়, কোম্পানিটি এই সিরিজে একটি নতুন মডেল যোগ করার প্রস্তুতি নিচ্ছে বলে খবর সামনে এসেছে, যার নাম হল Realme 12 Lite। ফোনটির মডেল নম্বরটিও সামনে এসেছে যার সঙ্গে Realme C67-এর সাদৃশ্য বর্তমানে।

Realme 12 Lite শীঘ্রই আসছে বাজারে

যদিও রিয়েলমি ১২ লাইট-এর অস্তিত্ব প্রথমে অজানা ছিল, তবে এখন এটা স্পষ্ট যে স্পেসিফিকেশনের ক্ষেত্রে মডেলটি রিয়েলমি সি৬৭-এর অনুরূপ হবে। লাইট ভ্যারিয়েন্টের লক্ষ্য হল সিরিজের প্রিমিয়াম বৈশিষ্ট্যগুলির মধ্যে কিছু কাটছাঁট করে এবং প্রসেসিং শক্তি হ্রাস করে কম দামে বাজারে প্রবেশ করা। তবে এই পরিবর্তনগুলি সত্ত্বেও, রিয়েলমি বাজেট রেঞ্জে ১২ লাইট-এর সাথে ইউজারদের একটি আকর্ষণীয় প্যাকেজ অফার করবে বলে আশা করা হচ্ছে।

আইএমইআই (IMEI) ডেটাবেসে RMX3890 মডেল নম্বর সহ রিয়েলমি ১২ লাইট-কে দেখা গেছে, যা দৃঢ়ভাবে নির্দেশ করে যে এটি মূলত রিয়েলমি সি৬৭-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে, যা জিএসএমচায়না ইতিমধ্যেই নিশ্চিত করেছে। ফলে দুটি স্মার্টফোনেই একই স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা হচ্ছে। অফিসিয়াল লঞ্চের তারিখ এখনও ঘোষণা করা না হলেও, রিয়েলমি ১২ প্রো সিরিজের সাফল্যকে অনুসরণ করে শীঘ্রই রিয়েলমি ১২ লাইট হাজির হবে বলে আশা করা হচ্ছে।

শোনা যাচ্ছে যে, Realme 12 Lite-এ Qualcomm Snapdragon 685 প্রসেসর থাকবে এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং অফার করবে। আর এই বৈশিষ্ট্যগুলি Realme C67-এর কথা মনে করিয়ে দেয়, যা গত বছর ডিসেম্বরে লঞ্চ হয়েছে। Lite মডেলে আকর্ষণীয় ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ থাকবে হবে বলে অনুমান করা হচ্ছে। যদিও এই ফোনটিকে দেখতে কেমন হতে পারে, তা এখনও জানা যায়নি।