ক্যামেরা ও ব্যাটারি নিয়ে প্রশ্ন থাকবে না, Realme 12 Lite বাজেটের মধ্যে দেবে চাহিদা মতো ফিচার

গত মাসে Realme 12 স্মার্টফোন সিরিজ লঞ্চ হয়েছিল। নবাগত এই লাইনআপের অধীনে মোট দুটি ডিভাইস এসেছে, যথা - Realme 12 Pro এবং...
SUMAN 19 Feb 2024 7:49 AM IST

গত মাসে Realme 12 স্মার্টফোন সিরিজ লঞ্চ হয়েছিল। নবাগত এই লাইনআপের অধীনে মোট দুটি ডিভাইস এসেছে, যথা - Realme 12 Pro এবং Realme 12 Pro+। এখন জানা গেছে, Realme তাদের এই লেটেস্ট সিরিজের অধীনে তৃতীয় মডেল নিয়ে আসার পরিকল্পনায় আছে। আসন্ন হ্যান্ডসেটটি Realme 12 Lite নামের সাথে আসবে বলেও খবর পাওয়া গেছে। যদিও এর আনুষ্ঠানিক লঞ্চের তারিখ সম্পর্কিত কোনো তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। তবে ইতিমধ্যেই Realme 12 Lite ফোনের মডেল নম্বর সহ আরো তথ্য সামনে এসেছে।

Realme 12 Lite স্মার্টফোন সম্প্রতি IMEI সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে উপস্থিত হয়েছে। এই সাইটে, উক্ত ডিভাইসটি RMX3890 মডেল নম্বরের সাথে তালিকাভুক্ত। জানিয়ে রাখি, এই একই মডেল নম্বর বিদ্যমান Realme C67 ফোনও বহন করে, যা ইঙ্গিত দিচ্ছে যে, আসন্ন Realme 12 Lite মডেলটি Realme C67 -এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে।

যদি সত্যি এমনটা হয়, তবে উভয় ফোনের মধ্যে ফিচারগত সদৃশ্যতা থাকা খুবই স্বাভাবিক। এক্ষেত্রে, আসন্ন রিয়েলমি হ্যান্ডসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর সহ আসবে। এতে ৬.৭২-ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হবে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম স্কিনে রান করবে। এছাড়া Realme 12 Lite স্মার্টফোন - ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করতে পারে।

এদিকে আপকামিং Realme 12 Lite ফোনের লঞ্চের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে যেহেতু ডিভাইসটি ইতিমধ্যেই IMEI সাইট দ্বারা অনুমোদিত হয়েছে, সেহেতু সম্ভাবনা আছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি মুক্তি পেতে চলেছে।

Show Full Article
Next Story