Realme 12+ 5G লেদার ফিনিশ ব্যাক প্যানেল ও দুর্দান্ত ক্যামেরা সহ বাজারে এন্ট্রি নিচ্ছে

আগামী ২৯শে ফেব্রুয়ারি মালয়েশিয়ার বাজারে Realme 12+ 5G এবং Realme 12 Pro+ 5G লঞ্চ হতে চলেছে। যার মধ্যে বেস মডেল অর্থাৎ...
SUMAN 16 Feb 2024 1:34 PM IST

আগামী ২৯শে ফেব্রুয়ারি মালয়েশিয়ার বাজারে Realme 12+ 5G এবং Realme 12 Pro+ 5G লঞ্চ হতে চলেছে। যার মধ্যে বেস মডেল অর্থাৎ Realme 12+ 5G -এর জন্য একটি টিজার ইমেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে সংস্থাটি। সদ্য প্রকাশ্যে আসা এই টিজার ইমেজ, এই হ্যান্ডসেটের ডিজাইন কিরকম হবে তা নিশ্চিত করেছে। একই সাথে কোন কোন কালার ভ্যারিয়েন্টে ডিভাইসটি পাওয়া যাবে সেই তথ্যও ফাঁস করা হয়েছে।

সংস্থা দ্বারা শেয়ার করা টিজার ইমেজ অনুসারে, রিয়েলমি ১২+ ৫জি স্মার্টফোন ফ্ল্যাট-এজ ডিজাইন অফার করবে। এর ব্যাক প্যানেলে একটি বিশালারের বৃত্তাকার ক্যামেরা মডিউল অবস্থান করবে। যাতে তিনটি সেন্সর এবং ফ্ল্যাশ লাইট লক্ষ্যণীয়। এক্ষেত্রে এর ডিজাইন অনেকটা বিদ্যমান রিয়েলমি ১২ প্রো (Realme 12 Pro) এবং রিয়েলমি ১২ প্রো+ (Realme 12 Pro+) এর অনুরূপ। আর আসন্ন মডেলটি - বেইজ এবং ভেগান লেদার ফিনিশিং সহ ওয়াইন গ্রিন কালার বিকল্পের সাথে লঞ্চ হবে বলেও নিশ্চিত করেছে টিজার ইমেজটি।

প্রসঙ্গত হালফিলে টিপস্টার সুধাংশু আম্ভোর (Sudhanshu Ambhore) রিয়েলমি ১২+ ৫জি স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছিলেন। তার দাবি অনুসারে, ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর দ্বারা চালিত হবে। জানিয়ে রাখি, এই একই প্রসেসর রিয়েলমি ১১ প্রো (Realme 11 Pro) সিরিজ, ওপ্পো রেনো ১১ (Oppo Reno 11), লাভা অগ্নি ২ (Lava Agni 2) মডেলেও উপস্থিত৷

এছাড়া Realme 12+ 5G স্মার্টফোনে দেওয়া হবে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৮০০×২৪০০ পিক্সেল রেজোলিউশন সমর্থিত ৬.৬৭-ইঞ্চির ফ্ল্যাট AMOLED ডিসপ্লে। ডিভাইসের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি - OIS সহ ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি শুটার, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স হতে পারে। এদিকে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা মিলবে।

Realme 12+ 5G স্মার্টফোনে সম্ভবত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৬৭ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সমর্থন করবে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ কাস্টম স্কিন দ্বারা চালিত হবে। এর পরিমাপ হবে প্রায় ১৬৩×৭৫.৫×৭.৯ মিমি এবং ওজন ১৯০ গ্রাম হতে পারে। এছাড়া টিপস্টার দাবি করেছেন যে, আসন্ন এই হ্যান্ডসেট ১২ জিবি পর্যন্ত র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ অফার করবে।

Show Full Article
Next Story