ব্যাটারি থেকে ক্যামেরা, লঞ্চের আগেই ফাঁস Realme 12 Plus-এর সব স্পেসিফিকেশন
রিয়েলমি সম্প্রতি ভারতে Realme 12 Pro স্মার্টফোন সিরিজ লঞ্চ করেছে। তবে এখানেই শেষ নয়, কোম্পানি এখন এই লাইনআপের দুটি নতুন...রিয়েলমি সম্প্রতি ভারতে Realme 12 Pro স্মার্টফোন সিরিজ লঞ্চ করেছে। তবে এখানেই শেষ নয়, কোম্পানি এখন এই লাইনআপের দুটি নতুন মডেল Realme 12 এবং Realme 12 Plus বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। সংস্থা কিছু না বললেও, এখন Realme 12 Plus 5G মডেলটি চীনের টেনা সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে, যেখান থেকে ফোনটির একাধিক স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
Realme 12 Plus হাজির TENAA সার্টিফিকেশন সাইটে
RMX3866 মডেল নম্বর সহ রিয়েলমি ১২ প্লাস ফোনটি টেনা সার্টিফিকেশন ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। এই একই মডেল নম্বর সহ রিয়েলমি হ্যান্ডসেটটি ইতিমধ্যেই এমআইআইটি (MIIT) সহ বেশ কয়েকটি সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে। টেনা-এর লিস্টিংয়ে প্রকাশিত ছবি অনুযায়ী, রিয়েলমি ১২ প্লাস-এর ডিজাইন অনেকটা রিয়েলমি ১২ প্রো সিরিজের অনুরূপ। অর্থাৎ, পিছনে গোল ক্যামেরা আইল্যান্ড এবং প্যানেলের মাঝ বরাবর একটি স্ট্রাইপ দেখা যাবে। এছাড়া, ফোনটি ফ্ল্যাট ফ্রেম এবং টিয়ারড্রপ নচ ডিসপ্লে সহ আসবে।
রিয়েলমি ১২ প্লাস-এর সামনে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) প্যানেল থাকবে, যা ফুলএইচডি+ (২,৪০০ x ১,০৮০ পিক্সেল) রেজোলিউশন অফার করবে। নিরাপত্তার জন্য, এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যাবে। যদিও টেনা-এর লিস্টিংয়ে উল্লেখ করা হয়নি, তবে আশা করা হচ্ছে, ডিসপ্লেটি ৯০ হার্টজ বা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
পারফরম্যান্সের জন্য, Realme 12 Plus 5G-এ ২.৬ গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হবে, তবে চিপসেটের নামটি এখনও জানা যায়নি। এই ফোনটি ৬ জিবি/ ৮ জিবি/ ১২ জিবি র্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ অফার করতে পারে। সিরিজের অন্য মডেলগুলির মতোই 12 Plus 5G-ও অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে রিয়েলমি ইউআই ৫ (Realme UI 5) কাস্টম স্কিনে চলবে বলে আশা করা হচ্ছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, Realme 12 Plus 5G-এর পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স মিলবে। সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে। ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ফোনটিকে শক্তি যোগাবে। তবে চার্জিং স্পিড সম্পর্কে কোনও তথ্য টেনা ডেটাবেসে উল্লেখ্য করা হয়নি। Realme 12 Plus 5G এই মাসের শেষে Realme 12 Pro সিরিজের পাশাপাশি চীনে লঞ্চ হতে পারে।