সেরা ক্যামেরার Realme 12 Pro ও Realme 12 Pro আজ বাম্পার ডিসকাউন্ট সহ কেনার সুযোগ

রিয়েলমির পক্ষ থেকে, গত মাসে ভারতের বাজারে একসাথে শক্তিশালী ক্যামেরার দুটি স্মার্টফোন লঞ্চ করা হয়। যাদের নাম Realme 12...
Julai Modal 6 Feb 2024 1:48 PM IST

রিয়েলমির পক্ষ থেকে, গত মাসে ভারতের বাজারে একসাথে শক্তিশালী ক্যামেরার দুটি স্মার্টফোন লঞ্চ করা হয়। যাদের নাম Realme 12 Pro এবং Realme 12 Pro+। আজ অর্থাৎ ৬ ফেব্রুয়ারি থেকে এদের বিক্রি শুরু হয়েছে। এই সিরিজের সবচেয়ে বড় হাইলাইট হল পেরিস্কোপ সেন্সর সহ ক্যামেরা সেটআপ। আর সংস্থাটি উভয় ডিভাইসের দাম ৩০,০০০ টাকার মধ্যে রেখেছে। যদিও সেল অফারে Realme 12 Pro এবং Realme 12 Pro+ সর্বোচ্চ ২,০০০ টাকা ব্যাঙ্ক অফার সহ পাওয়া যাবে। উভয় ফোন Flipkart ও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।

Realme 12 Pro এর ফিচার ও দাম

রিয়েলমি ১২ প্রো ফোনে ৬.৭-ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা Full HD+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। ফোনটির ক্যামেরা সেটআপে পেরিস্কোপ সেন্সর ও ওআইএসের সঙ্গে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৮৯০ লেন্স। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ কাস্টম স্কিনে চলবে।

Realme 12 Pro এর এর ৮ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সাথে ২০০০ টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

Realme 12 Pro+ এর স্পেসিফিকেশন ও মূল্য

হাই-এন্ড স্পেসিফিকেশনের রিয়েলমি ১২ প্রো প্লাস মডেলে ৬.৭ ইঞ্চি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে উপস্থিত। কার্ভড ডিসপ্লে ছাড়াও এতে রয়েছে রোলেক্স ইন্সপায়ার্ড লাক্সারি ওয়াচ ডিজাইন। ক্যামেরা সেটআপে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৯০ সেন্সর এবং ৬৪ মেগাপিক্সেল ওআইএস পেরিস্কোপ সেন্সর রয়েছে, যা ১২০x পর্যন্ত জুম সাপোর্ট করবে। ফোনটি আইপি৬৫ রেটিং সহ এসেছে।

Realme 12 Pro+ এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২৯,৯৯৯ টাকা। এছাড়াও এর ৮ জিবি র‌্যাম+ ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা এবং ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা রাখা হয়েছে। দুটি ফোনই সাবমেরিন ব্লু, নেভিগেটর ব্যাজ এবং এক্সপ্লোরার রেড কালার অপশনে পাওয়া যাচ্ছে।

Show Full Article
Next Story