লঞ্চের আগেই Realme 12 Pro সিরিজের ব্যাটারি পাওয়ার ও চার্জিং স্পিড ফাঁস হল!
রিয়েলমি চলতি মাসের শেষের দিকে ভারতে Realme 12 Pro সিরিজ লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে। শোনা যাচ্ছে, আসন্ন লাইনআপে Realme...রিয়েলমি চলতি মাসের শেষের দিকে ভারতে Realme 12 Pro সিরিজ লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে। শোনা যাচ্ছে, আসন্ন লাইনআপে Realme 12 Pro এবং Realme 12 Pro+ এই দুই মডেল অন্তর্ভুক্ত থাকবে। ব্র্যান্ডটি ইতিমধ্যেই লাক্সারি রিস্টওয়াচ নির্মাতা রোলেক্স (Rolex)-এর সাথে তাদের পার্টনারশিপের কথা জানিয়ে আসন্ন Realme 12 Pro-এর স্পেশাল এডিশনের মডেলগুলির ডিজাইনও টিজ করেছে। আর এখন, রিয়েলমির নম্বর সিরিজের আপকামিং ফোনগুলি টিইউভি (TUV) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে, যা এগুলির ব্যাটারির ক্ষমতা এবং চার্জিং স্পিড প্রকাশ করেছে। এছাড়া, টপ-এন্ড Realme 12 Pro+ মডেলটিকে থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে।
Realme 12 Pro সিরিজ পেল TUV সার্টিফিকেশন, Pro+ মডেলকে দেখা গেল NBTC-এর সাইটে
RMX3842 মডেল নম্বর সহ রিয়েলমি ১২ প্রো ফোনটি টিইউভি সার্টিফিকেশন ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। অন্যদিকে, প্রো প্লাস ভ্যারিয়েন্টটি RMX3840 মডেল নম্বর বহন করে। লিস্টিং অনুসারে, উভয় ডিভাইসই ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট দ্বারা চালিত হবে। রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনটি থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশনের অনুমোদনও লাভ করেছে, যা উক্ত দেশে ফোনটির আগমনের ইঙ্গিত দেয়। তবে, এই সার্টিফিকেশনগুলি রিয়েলমি ১২ প্রো সিরিজ সম্পর্কে আর কোনও অতিরিক্ত তথ্য প্রকাশ করেনি।
এদিকে, রিয়েলমি ১২ প্রো প্লাস-এ ৩x অপটিক্যাল জুম, ৬x লসলেস জুম, এবং ১২০x ডিজিটাল জুম সহ ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা থাকবে বলে টিজ করা হয়েছে। আর প্রো মডেলে ৩২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দেখা যাবে। দুটি ফোনেই সম্ভবত অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি সেন্সর থাকবে। রিয়েলমি ১২ প্রো প্লাস-এর রোলেক্স এডিশনে গোল্ডেন অ্যাকসেন্ট এবং ব্লু লেদার টেক্সচারযুক্ত ব্যাক প্যানেল থাকবে।
এছাড়া সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, Realme 12 Pro সিরিজ সাবমেরিন ব্লু, নেভিগেটর বেইজ এবং এক্সপ্লোরার রেড-এর মতো কালার অপশনে পাওয়া যাবে। Pro এবং Pro+ যথাক্রমে Qualcomm Snapdragon 7 Gen 3 এবং Qualcomm Snapdragon 7s Gen 2 চিপসেট দ্বারা চালিত হবে বলে জানা গেছে।