অন্যান্য ব্র্যান্ডদের টেক্কা দিয়ে সর্বোচ্চ র্যামের কার্ভড স্মার্টফোন নিয়ে হাজির হল Realme
Realme 12 Pro সিরিজ গত জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল। আর এখন সংস্থার তরফে এদেশে এদেশে এদেশে Realme 12 Pro-এর এক নতুন...Realme 12 Pro সিরিজ গত জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল। আর এখন সংস্থার তরফে এদেশে এদেশে এদেশে Realme 12 Pro-এর এক নতুন র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট এদেশের বাজারে নিয়ে আসা হয়েছে। প্রথমে, ফোনটি ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টে এসেছিল। নতুন সংস্করণটি উচ্চতর র্যাম অফার করে এবং কোম্পানি ঘোষণা করেছে যে একটি কার্ভড ফোনের ক্ষেত্রে এটিই সবচেয়ে বেশি র্যাম। নতুন মডেলটি সেই সমস্ত গ্রাহকদের জন্য সুবিধাজনক, যাদের স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ পরিচালনা জন্য অধিক র্যামের প্রয়োজন হয়।
Realme 12 Pro-এর নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ হল
রিয়েলমি ১২ প্রো ভারতে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পেশ করা হয়েছে। দাম ২৯,৯৯৯ টাকা। ব্র্যান্ডটি জানিয়েছে যে, এই সংস্করণটিতে একটি কার্ভড স্মার্টফোন হিসাবে সবচেয়ে বেশি র্যাম রয়েছে। প্রথম সেল উপলক্ষ্যে রিয়েলমি ১২ প্রো-তে কোম্পানি ৪,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ১২-মাসের নো-কস্ট ইএমআই অপশন অফার করছে। এটি আগামী ১৫ মার্চ, দুপুর ১২টা থেকে কেনার জন্য উপলব্ধ হবে। রিয়েলমি ১২ প্রো-এর নতুন মেমরি ভার্সন সাবমেরিন ব্লু এবং নেভিগেটর বেইজ কালার পাওয়া যাবে।
তবে র্যাম ও স্টোরেজ বৃদ্ধি ছাড়া, রিয়েলমি ১২ প্রো-এর নতুন মডেলের বাকি স্পেসিফিকেশনগুলি অন্য দুটি ভ্যারিয়েন্টের মতোই। অর্থাৎ, এতে ৬.৭ ইঞ্চির কার্ভড-ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ৯৫০ নিট পিক ব্রাইটনেস এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, এতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া, Realme 12 Pro-এর ফেক লেদারের ব্যাক প্যানেলে বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা যায়, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৩২ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করছে৷ Realme 12 Pro ফোনটি Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর দ্বারা চালিত। এতে শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।