লঞ্চের পর প্রথমবার এত সস্তায়, Realme 12 Pro+ বিশাল ডিসকাউন্টে কেনার সুবর্ণ সুযোগ

রিয়েলমি তাদের লেটেস্ট নম্বর সিরিজের টপ-এন্ড মডেল হিসাবে গত জানুয়ারি মাসে ভারতের বাজারে উন্মোচন করেছিল Realme 12 Pro+...
Ananya Sarkar 1 April 2024 8:31 PM IST

রিয়েলমি তাদের লেটেস্ট নম্বর সিরিজের টপ-এন্ড মডেল হিসাবে গত জানুয়ারি মাসে ভারতের বাজারে উন্মোচন করেছিল Realme 12 Pro+ স্মার্টফোনটি। এই হ্যান্ডসেটটি এখন লঞ্চের তিন মাসের মধ্যে ফ্লিপকার্ট (Flipkart)-এ ব্যাপক ব্যাঙ্ক অফার সহ সর্বনিম্ন 24,999 টাকার কার্যকরী মূল্যে পাওয়া যাচ্ছে। আসুন তাহলে Realme 12 Pro+ এর সাথে পাওয়া ডিসকাউন্ট অফারগুলি দেখে নেওয়া যাক।

Flipkart-এ Realme 12 Pro+ এর সাথে মিলছে বিশেষ ছাড়

ফ্লিপকার্ট-এ রিয়েলমি 12 প্রো প্লাস-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যাক্সিস (Axis) ব্যাঙ্ক, এইচডিএফসি (HDFC) ব্যাঙ্ক, আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে দামের ওপর সরাসরি 4,000 টাকা ছাড় পাওয়া যাবে। এমনিতে দাম 29,999 টাকা। তবে ব্যাঙ্ক ডিসকাউন্টের সাথে, রিয়েলমি 12 প্রো প্লাস-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি 25,999 টাকার কার্যকর মূল্যে পাওয়া যাচ্ছে। এরসাথে ফ্লিপকার্ট আরও 1000 টাকা ইনস্ট্যান্ট ছাড় দিচ্ছে, যা দামকে 24,999 টাকায় নামিয়ে এনেছে। তবে অবশ্যই মনে রাখতে হবে যে, এই 5,000 টাকার ডিসকাউন্টটি শুধুমাত্র রিয়েলমি 12 প্রো প্লাস-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে প্রযোজ্য।

অন্যদিকে, রিয়েলমি 12 প্রো প্লাস-এর অন্য দুটি ভ্যারিয়েন্ট - 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ মডেলগুলি ফ্লিপকার্টে অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক ও এসবিআই-এর ডেবিট এবং ক্রেডিট কার্ডের সাহায্যে কিনলে এর দামের ওপর ফ্ল্যাট 3,000 টাকা ছাড় মিলবে।

জানিয়ে রাখি, Realme 12 Pro+ হল একটি ক্যামেরা-কেন্দ্রিক স্মার্টফোন এবং এটি তার দামের সেগমেন্টে টেলিফোটো সেন্সর অফার করা হ্যান্ডসেটগুলির মধ্যে অন্যতম। কেউ যদি 30,000 টাকার কম দামের সেগমেন্টে ভাল ক্যামেরা সেটআপ যুক্ত নতুন ফোনের সন্ধানে থাকেন, তাহলে এই রিয়েলমি ডিভাইসটি তার জন্য একটি আদর্শ বিকল্প হতে পারে।

Realme 12 Pro+এর স্পেসিফিকেশন এবং ফিচার

Realme 12 Pro+এ 6.7 ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 950 নিট পিক ব্রাইটনেস এবং 50,00,000: 1 কনট্রাস্ট রেশিও অফার করে। ফোনটি Qualcomm Snapdragon 7s Gen 2 চিপসেটে চলে, যা গ্রাফিক্সের জন্য Adreno 710 জিপিইউ-এর সাথে যুক্ত। এই রিয়েলমি হ্যান্ডসেটটিতে 8 জিবি / 12 জিবি এলপিডিডিআর4এক্স র‍্যাম এবং 128 জিবি / 256 জিবি ইউএফএস 3.1 স্টোরেজ মিলবে। Realme 12 Pro+ অ্যান্ড্রয়েড 14-এর ওপর ভিত্তি করে রিয়েলমি ইউআই 5.0 কাস্টম স্কিনে রান করে।

ক্যামেরার ক্ষেত্রে, Realme 12 Pro+এর রিয়ার প্যানেলে 1/1.56 ইঞ্চি সেন্সর সাইজ, এফ/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি ক্যামেরা উপস্থিত রয়েছে, যার সাথে 3x অপটিক্যাল জুম এবং ওআইএস সহ একটি 64 মেগাপিক্সেলের OmniVision OV64B টেলিফটো সেন্সর এবং 112 ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স যুক্ত রয়েছে। আর ফোনের সামনে এফ/2.4 অ্যাপারচার সহ একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Realme 12 Pro+ শক্তিশালী 5,000 এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা 67 ওয়াট সুপারভুক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, এতে চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং নিরাপত্তার জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত রয়েছে। উন্নত অডিও এক্সপেরিয়েন্সের জন্য, Realme 12 Pro+ ফোনটি ডলবি অ্যাটমস (Dolby Atmos) সহ স্টিরিও স্পিকার সেটআপ ও হাই-রেস (Hi-res) অডিও অফার করে।

Show Full Article
Next Story