বাজার কাঁপাতে কম দামে হাই-কোয়ালিটি ক্যামেরা ফোন লঞ্চ করতে চলেছে Realme
এই বছর লঞ্চ হতে চলা রিয়েলমির দুই নয়া স্মার্টফোনে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে বলে জল্পনা চলছে। সংবাদের শিরোনামে...এই বছর লঞ্চ হতে চলা রিয়েলমির দুই নয়া স্মার্টফোনে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে বলে জল্পনা চলছে। সংবাদের শিরোনামে থাকা ওই ফোন দুটি হল Realme GT 5 Pro এবং Realme 12 Pro+। প্রথমটি Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট সহ একটি ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে।। সেখানে Realme 12 Pro+ একটি মিড-রেঞ্জ ডিভাইস হিসেবে আসবে। এবার রিয়েলমি আপকামিং একটি ফোনের ছবি ফাঁস হয়েছে, যা উপরের দুই স্মার্টফোনের একটি বলেই মনে করা হচ্ছে। এছাড়াও Realme 12 Pro+ এর সম্ভাব্য দামও প্রকাশ্যে এসেছে।
সামনে এল Realme 12 Pro+ এর রেন্ডার
চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবো থেকে রিয়েলমি ফোনটির কনসেপ্ট রেন্ডার প্রকাশ হয়েছে। যা এতে বড় বৃত্তাকার ক্যামেরা আইল্যান্ডের উপস্থিতি দেখিয়েছে। এর ভিতরে একটি এলইডি ফ্ল্যাশ, দুটি সেন্সর ও একটি আয়তক্ষেত্রাকার পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। এটি রিয়েলমি জিটি ৫ প্রো-এর ডিজাইন বলে দাবি করা হয়েছে। তবে, যেহেতু ডিজাইনটি রিয়েলমি ১১ ৫জি এবং রিয়েলমি ১১এক্স ৫জি-তে উপলব্ধ গোল ক্যামেরা মডিউলের সাথে সাদৃশ্যপূর্ণ, তাই অনুমান করা হচ্ছে যে ছবিটি রিয়েলমি ১২ প্রো প্লাস-এর হতে পারে।
ফাঁস হল Realme 12 Pro+এর দাম
টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন-ও ওয়েইবো পোস্ট মারফত দাবি করেছেন যে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট দ্বারা চালিত রিয়েলমি জিটি ৫ প্রো ফোনটিতে একটি উচ্চ-মানের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে।
এর পাশাপাশি তিনি আরও দাবি করেছেন যে, রিয়েলমি ২,০০০ ইউয়ান (প্রায় ২২,৯০০ টাকা) দামের রেঞ্জের মধ্যে পেরিস্কোপ লেন্স সহ আরেকটি ফোনও লঞ্চ করবে৷ জানিয়ে রাখি, বিদ্যমান Realme 11 Pro+ ফোনটির ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সমন্বিত বেস মডেলটির দাম ২,০৯৯ ইউয়ান (প্রায় ২৪,০০০ টাকা)। তাই মনে করা হচ্ছে যে, টিপস্টার পোস্টে সম্ভবত Realme 12 Pro+ এর কথাই বলতে চেয়েছেন।