সেকি! মিড রেঞ্জের Realme 12 Pro 5G ফোনে থাকবে পেরিস্কোপ ক্যামেরা লেন্স

বিগত কয়েকদিন ধরেই Realme তাদের X হ্যান্ডেলের মাধ্যমে পেরিস্কোপ ক্যামেরা সহ নয়া হ্যান্ডসেট টিজ করে যাচ্ছিলো। আজ আবার...
SUPARNA 10 Jan 2024 7:38 PM IST

বিগত কয়েকদিন ধরেই Realme তাদের X হ্যান্ডেলের মাধ্যমে পেরিস্কোপ ক্যামেরা সহ নয়া হ্যান্ডসেট টিজ করে যাচ্ছিলো। আজ আবার সংস্থাটি, Realme 12 Pro 5G নামের এই স্মার্টফোন সিরিজের লঞ্চের সময় নিশ্চিত করল। টিজারে নির্দিষ্টভাবে কোনো তারিখের উল্লেখ নেই। তবে একটা বিষয় নিশ্চিত যে, উক্ত লাইনআপটি জানুয়ারি মাসেই আত্মপ্রকাশ করবে। এদিকে Realme ইতিমধ্যেই তাদের ভারতীয় শাখার আধিকারিক ওয়েবসাইটে আসন্ন স্মার্টফোন সিরিজের জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ করেছে। যার মাধ্যমে লঞ্চ-পরবর্তী সময়ে ডিভাইসগুলির লভ্যতা সংক্রান্ত তথ্য সামনে এসেছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, Realme 12 Pro সিরিজটি গত বছরে আগত Realme 11 Pro সিরিজের উত্তরসূরি হিসেবে আসবে।

জানুয়ারি মাসেই লঞ্চ হবে Realme 12 Pro 5G স্মার্টফোন সিরিজ, ঘোষণা স্বয়ং সংস্থার

রিয়েলমি ইন্ডিয়া হালফিলে তাদের X হ্যান্ডেলে একটি ৮ সেকেন্ডের টিজার ভিডিও শেয়ার করেছে। এই টিজার ভিডিও অনুসারে, রিয়েলমি ১২ প্রো ৫জি স্মার্টফোন সিরিজ চলতি মাসেই এদেশে আত্মপ্রকাশ করবে। যদিও নির্দিষ্ট কোনো লঞ্চের তারিখ জানা যায়নি। আশা করা হচ্ছে, আপকামিং এই লাইনআপের অধীনে মোট দুটি লঞ্চ করা হবে। এগুলি - Realme 12 Pro 5G এবং Pro+ 5G মনিকার বা নামের সাথে বাজারে আসতে পারে।

https://twitter.com/realmeIndia/status/1744939684008988915

এদিকে রিয়েলমি, তাদের একাধিক টিজার পোস্টে #PeriscopeOver200MP হ্যাশট্যাগের সাথে আসন্ন সিরিজটি টিজ করছে। ফলে একটা বিষয়ে আমরা নিশ্চিত যে, রিয়েলমি ১২ প্রো ৫জি লাইনআপে পেরিস্কোপ লেন্স বিদ্যমান থাকবে। যদিও উভয় ডিভাইসই পেরিস্কোপ লেন্স পাবে কিনা তা এখনো জানা যায়নি।

প্রসঙ্গত রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজের লভ্যতা সংক্রান্ত তথ্যও নিশ্চিত করেছে সংস্থাটি। জানা যাচ্ছে, লঞ্চ-পরবর্তী সময়ে সিরিজের হ্যান্ডসেটগুলি ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart) -এর মাধ্যমে পাওয়া যাবে। উল্লেখিত তথ্যাদি ব্যতীত আসন্ন মডেলগুলির ফিচার বা দাম সম্পর্কিত আর কোনো তথ্য এখনো প্রকাশ্যে নিয়ে আসেনি রিয়েলমি।

তবে পূর্বে প্রকাশিত কয়েকটি রিপোর্ট অনুসারে, সিরিজের টপ-এন্ড মডেল অর্থাৎ Realme 12 Pro+ আসবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসরের সাথে। 'Pro' ভ্যারিয়েন্টটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট দ্বারা চালিত হবে। এছাড়া উচ্চতর মডেলে ৩এক্স অপটিক্যাল জুম সহ ৬৪ মেগাপিক্সেলের OmniVision OV64B পেরিস্কোপ ইউনিট বিদ্যমান থাকবে বলে খবর পাওয়া যাচ্ছে। বিপরীতে স্ট্যান্ডার্ড মডেলটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স সহ লঞ্চ হতে পারে।

Show Full Article
Next Story