দুর্ধর্ষ ক্যামেরা সহ ভারতে এন্ট্রি নিচ্ছে Realme 12 Pro এবং Realme 12 Pro+, থাকবে সনি সেন্সর
Realme আজ অর্থাৎ ৩রা জানুয়ারি ভারতে একটা বিশেষ ঘোষণা করতে চলেছে। মনে করা হচ্ছে সংস্থাটি এদেশে তাদের লেটেস্ট স্মার্টফোন...Realme আজ অর্থাৎ ৩রা জানুয়ারি ভারতে একটা বিশেষ ঘোষণা করতে চলেছে। মনে করা হচ্ছে সংস্থাটি এদেশে তাদের লেটেস্ট স্মার্টফোন সিরিজ Realme 12 Pro -এর লঞ্চের তারিখ প্রকাশ্যে নিয়ে আসতে চলেছে। কারণ, এই লাইনআপের Realme 12 Pro এবং Realme 12 Pro+ মডেল দুটি সম্প্রতি 'ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস' (BIS) সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন পেয়েছে, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে সিরিজটির আগমনের সময় ঘনিয়ে এসেছে। পাশাপাশি এক জনপ্রিয় টিপস্টারের দৌলতে আপকামিং Realme 12 Pro লাইনআপের চিপসেট ও ক্যামেরা বিভাগ সংক্রান্ত তথ্য অনলাইনে ফাঁস হয়েছে।
আসন্ন Realme 12 Pro স্মার্টফোন সিরিজ সম্পর্কিত তথ্য ফাঁসের নেপথ্যে আছেন টিপস্টার ইশান আগরওয়াল (Ishan Agarwal)। তার দাবি অনুসারে, সিরিজের উচ্চতর মডেল অর্থাৎ রিয়েলমি ১২ প্রো+ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে। আবার স্ট্যান্ডার্ড মডেলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেটের সাথে লঞ্চ হবে।
তদুপরি Realme 12 Pro সিরিজের ক্যামেরা বিভাগ সংক্রান্ত তথ্যও সামনে এসেছে। জানা যাচ্ছে, ফোনগুলির ব্যাক প্যানেলে বৃত্তাকার ক্যামেরা মডিউল অবস্থান করবে। এই ক্যামেরা মডিউলের মধ্যে তিনটি সেন্সর বিদ্যমান থাকবে। যার মধ্যে 'প্রো+' ভ্যারিয়েন্টটি ৩এক্স অপটিক্যাল জুম সমর্থিত ৬৪ মেগাপিক্সেলের OmniVision OV64B পেরিস্কোপ টেলিফোটো লেন্স দেওয়া হবে। অন্যদিকে, 'প্রো' মডেলটি ৩২ মেগাপিক্সেলের Sony IMX709 টেলিফোটো শুটার মিলতে পারে।
প্রসঙ্গত গত নভেম্বরে রিয়েলমি স্বয়ং নিশ্চিত করেছিল যে, তাদের আপকামিং নম্বর সিরিজের একটি ডিভাইসে পেরিস্কোপ জুম লেন্স থাকবে।
যাইহোক, Realme 12 Pro সিরিজ ভারতে চলতি মাসের শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে আত্মপ্রকাশ করবে বলেও দাবি করেছেন টিপস্টার। এটি গত বছরে আগত Realme 11 Pro লাইনআপের উত্তরসূরি হিসেবে আসবে।