অপেক্ষার অবসান! Realme 12 Pro সিরিজ লঞ্চ হচ্ছে এই তারিখে, ফিচার্স চোখ ছানাবড়া করে দেবে
বিগত কয়েক সপ্তাহের জল্পনার অবসান ঘটিয়ে আজ অবশেষে আনুষ্ঠানিকভাবে Realme 12 Pro সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা হয়ে গেল। আগামী...বিগত কয়েক সপ্তাহের জল্পনার অবসান ঘটিয়ে আজ অবশেষে আনুষ্ঠানিকভাবে Realme 12 Pro সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা হয়ে গেল। আগামী ২৯ জানুয়ারি Realme 12 Pro এবং Realme 12 Pro+ স্মার্টফোন দুটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। চলুন তাহলে দেখে নিই, এই সিরিজের স্মার্টফোনে কেমন ফিচার থাকতে চলেছে।
Realme 12 Pro সিরিজ জানুয়ারির শেষেই পা রাখবে গ্লোবাল মার্কেটে
রিয়েলমির শেয়ার পোস্টারটিতে লঞ্চের তারিখের পাশাপাশি রিয়েলমি ১২ প্রো প্লাস মডেলটিকে হাইলাইট করা হয়েছে। বলা হয়েছে যে এই হ্যান্ডসেটে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। রিয়েলমি ১২ প্রো সিরিজে প্রাইমারি ক্যামেরা হিসাবে ওআইএস (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ সেন্সর ব্যবহৃত হবে। লঞ্চের জন্য দুই সপ্তাহ বাকি থাকায়, ব্র্যান্ডটি আগামী সপ্তাহে রিয়েলমি ১২ প্রো লাইনআপ সম্পর্কে আরও বিশদ তথ্য প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।
বিভিন্ন রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, রিয়েলমি ১২ প্রো এবং রিয়েলমি ১২ প্রো প্লাস-এ একই প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। তবে রিয়েলমি ১২ প্রো-তে ২x অপটিক্যাল জুম সহ ৩২ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা দেখা যাবে, কিন্তু প্রো প্লাস ভ্যারিয়েন্টটি ৩x অপটিক্যাল জুম সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৬৪বি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা অফার করবে। এটি ৬x লসলেস জুম এবং ১২০x ডিজিটাল জুম সাপোর্ট করবে বলে নিশ্চিত করা হয়েছে। সেলফির জন্য, রিয়েলমি ১২ প্রো-তে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে, যেখানে ১২ প্রো প্লাস-এর সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে।
পারফরম্যান্সের ক্ষেত্রে, Realme 12 Pro এবং 12 Pro+ যথাক্রমে Qualcomm Snapdragon 6 Gen 1 এবং Snapdragon 7s Gen 2 চিপসেট থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, উভয় ডিভাইসেই ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। গ্লোবাল মার্কেটে, লাইনআপটি সর্বাধিক ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজ সহ লঞ্চ হতে পারে।
এছাড়া, Realme 12 Pro-এ ৬.৭ ইঞ্চির কার্ভড-এজ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। উভয় ডিভাইসই অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫ (Realme UI 5) কাস্টম স্কিনে রান করবে এবং নিরাপত্তার জন্য একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। Realme 12 Pro সিরিজ সাবমেরিন ব্লু এবং নেভিগেটরের মতো কালার অপশনে বাজারে আসবে, তবে Realme 12 Pro+ ফোনটি অতিরিক্ত এক্সপ্লোরার রেড কালার অপশনেও পাওয়া যাবে।