3,699 টাকায় ANC ইয়ারবাডস ফ্রি! বড় ঘোষণা করল Realme, কীভাবে পাবেন দেখুন

রিয়েলমি (Realme) ইদানিং ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চের ইঙ্গিত দিয়ে টিজার ছাড়তে শুরু করেছে। তেমনই এক নয়া টিজারে আভাস...
Ananya Sarkar 6 Jan 2024 10:41 AM IST

রিয়েলমি (Realme) ইদানিং ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চের ইঙ্গিত দিয়ে টিজার ছাড়তে শুরু করেছে। তেমনই এক নয়া টিজারে আভাস দেওয়া হয়েছে যে, আপকামিং স্মার্টফোনটিতে পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে। যদিও রিয়েলমি নাম সামনে আনেনি, তবে সেটি Realme 12 Pro সিরিজের অধীনে আসবে বলে আশা করা হচ্ছে। MIIT সার্টিফিকেশন সাইট থেকে Realme 12 সিরিজজের ডিজাইন প্রকাশ হয়েছিল। এছাড়াও, রিয়েলমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি মাইক্রো-সাইটও প্রকাশ করেছে, যা ফোনটির ক্যামেরার ডিটেইলস সামনে এনেছে। চলুন দেখে নিই, Realme 12 Pro সিরিজ সম্পর্কে এখনও পর্যন্ত কী কী তথ্য সামনে এসেছে।

Realme তাদের আসন্ন ফোনের জন্য পেরিস্কোপ লেন্স এবং ট্রেড-ইন অফার নিশ্চিত করেছে

রিয়েলমির নতুন মিড-রেঞ্জ ফোনের মাইক্রো-সাইটে একটি পেরিস্কোপ টেলিফটো সেন্সরের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রিয়েলমি একটি পেরিস্কোপ টেলিফোটো সেন্সরের উপস্থিতি “বিয়ন্ড ২০০ মেগাপিক্সেল, পেরিস্কোপ অ্যাওয়েটস” ক্যাপশন সহ হাইলাইট করেছে। রিয়েলমি পার্থক্য বোঝাতে ২০০ মেগাপিক্সেলের লেন্সের একটি ইন-সেন্সর জুম এবং একটি পেরিস্কোপ লেন্স দিয়ে তোলা দুটি ছবিও শেয়ার করেছে।

মাইক্রো-সাইটটি আরও প্রকাশ করেছে যে, যেসমস্ত ইউজাররা তাদের বিদ্যমান স্মার্টফোনগুলিকে আসন্ন রিয়েলমি স্মার্টফোনের সাথে এক্সচেঞ্জ করবেন, তারা বিনামূল্যে ৩,৬৯৯ টাকা মূল্যের রিয়েলমি বাডস এয়ার ৫ এএনসি ইয়ারবাডস পাবেন। তবে মাইক্রো-সাইটটি অন্য কোনও স্পেসিফিকেশন বা ফোনটির নাম প্রকাশ করেনি। উল্লেখযোগ্যভাবে, রিয়েলমি ১২ সিরিজের স্মার্টফোন লঞ্চের আগে বিদ্যমান ‘ডেয়ার টু লিপ’ ট্যাগলাইন থেকে সরে এসে ‘মেক ইট রিয়েল’ ট্যাগলাইনও ঘোষণা করেছে সংস্থা।

Realme 12 Pro 5G সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আগেই উল্লেখ করা হয়েছে যে, রিয়েলমি তাদের টিজারে নতুন ফোনের নাম উল্লেখ করেনি, তবে এটি সম্ভবত Realme 12 Pro সিরিজ হবে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) কিছু রেন্ডার শেয়ার করেছেন, যা দেখায় যে Realme 12 Pro হোয়াইট, ব্ল্যাক এবং অরেঞ্জ কালারে অপশনে আত্মপ্রকাশ করবে। জানা গেছে, Realme 12 Pro 5G-এ একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে৷ আর পিছনে ৫০ মেগাপিক্সেল, ৩২ মেগাপিক্সেল এবং ৮ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা দেখা যাবে।

এছাড়াও ডিজিটাল চ্যাট স্টেশন প্রকাশ করেছেন যে, Realme 12 Pro+ স্মার্টফোনে Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর থাকবে। টেনা লিস্টিংটিও এই হ্যান্ডসেটে ৬ জিবি / ৮ জিবি / ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি / ৫১২ জিবি স্টোরেজের সাথে যুক্ত এই একই চিপসেটের উপস্থিতি নিশ্চিত করেছে৷

টেনা থেকে আরও জানা গেছে যে, এতে ২,৪১২ x ১,০৮০ পিক্সেলের রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির কার্ভড ওলেড (OLED) প্যানেল থাকবে৷ ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সহ Realme 12 Pro+ এর পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ৩x অপটিক্যাল জুম সহ ৬৪ মেগাপিক্সেলের OmniVision OV64B পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Realme 12 Pro 5G সিরিজে সুপারভুক (SUPERVOOC) চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে। রিয়েলমির এই স্মার্টফোনগুলি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) সাপোর্ট করবে।

Show Full Article
Next Story