Realme 12X 5G: অসম্ভবকে সম্ভব করছে রিয়েলমি! 12 হাজারেই আসছে দুর্ধর্ষ ফোন

রিয়েলমি তাদের নম্বর সিরিজে অন্তর্ভুক্ত একটি নতুন বাজেট রেঞ্জের স্মার্টফোন এপ্রিল মাসের শুরুতেই ভারতের বাজারে আনতে...
Ananya Sarkar 28 March 2024 3:41 PM IST

রিয়েলমি তাদের নম্বর সিরিজে অন্তর্ভুক্ত একটি নতুন বাজেট রেঞ্জের স্মার্টফোন এপ্রিল মাসের শুরুতেই ভারতের বাজারে আনতে চলেছে, যার নাম Realme 12x 5G৷ তবে লঞ্চের আগেই চমকে দিয়ে কোম্পানি অফিশিয়াল দাম নিশ্চিত করেছে। পাশাপাশি, একটি নতুন রিপোর্ট ডিভাইসটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস করেছে।

ভারতে Realme 12x 5G-এর দাম ও স্পেসিফিকেশন

চীনা স্মার্টফোন ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে রিয়েলমি 12এক্স 5জি-এর দাম ভারতীয় বাজারে 12,000 টাকার মধ্যে থাকবে। এই মূল্যের সাথে আসন্ন রিয়েলমি ফোনটি তার প্রাইস ট্যাগের সবচেয়ে স্লিম ডিভাইস হবে বলে দাবি করা হচ্ছে, যা মাত্র 7.69 মিমি। রিয়েলমি 12এক্স 5জি 45 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, যা এই সেগমেন্টে প্রথম প্রথম। জানিয়ে রাখি, হ্যান্ডসেটটি আগামী 2 এপ্রিল দুপুর 12 টায় লঞ্চ হবে।

অন্যদিকে, সুপরিচিত টিপস্টার সুধাংশু আম্ভোরে রিয়েলমি 12এক্স 5জি-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন৷ তার মতে, ফোনটিতে 6.72 ইঞ্চির এলসিডি প্যানেল থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, 950 নিট পিক ব্রাইটনেস এবং 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। পারফরম্যান্সের জন্য, Realme 12x 5G মিডিয়াটেক ডাইমেনসিটি 6100প্লাস প্রসেসর সহ আসবে, যা 8 জিবি র‍্যাম এবং 128 জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকবে। তবে অতিরিক্ত স্টোরেজের জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লটও উপস্থিত থাকবে, যার মাধ্যমে 2 টিবি পর্যন্ত স্টোরেজ সম্প্রসারণ করা যাবে।

ফটোগ্রাফির জন্য, Realme 12x 5G-এর রিয়ার প্যানেলে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে বলে শোনা যাচ্ছে। 12x 5G লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, ফোনটি IP54 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং সহ আসবে এবং ওজন হবে 188 গ্রাম।

Show Full Article
Next Story