Realme 12X 5G ভারতে আসছে 15 হাজার টাকার কমে সবচেয়ে দ্রুত ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে

গতসপ্তাহে Realme চীনে Realme 12X 5G এর উপর থেকে পর্দা সরিয়েছে। গুঞ্জন রয়েছে এই ফোনটি শীঘ্রই ভারত সহ অন্যান্য মার্কেটে শীঘ্রই লঞ্চ হবে। যদিও সংস্থার…

গতসপ্তাহে Realme চীনে Realme 12X 5G এর উপর থেকে পর্দা সরিয়েছে। গুঞ্জন রয়েছে এই ফোনটি শীঘ্রই ভারত সহ অন্যান্য মার্কেটে শীঘ্রই লঞ্চ হবে। যদিও সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে 91mobiles তাদের রিপোর্টে আজ বলেছে যে, ডিভাইসটি শীঘ্রই ভারতে আসবে। পাশাপাশি তারা এর কিছু মুখ্য ফিচার-ও সামনে এনেছে।

Realme 12X 5G এর ভারতীয় ভ্যারিয়েন্টে কি কি থাকবে

রিপোর্টে বলা হয়েছে যে, রিয়েলমি 12 এক্স 5জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের ফিচার চীনা ভ্যারিয়েন্টের থেকে আলাদা হবে। চীনের মডেলে কেবল 15 ওয়াট চার্জিং সাপোর্ট করে। তবে ভারতীয় মডেল 45 ওয়াট চার্জিং সাপোর্ট সহ আসবে। এই প্রযুক্তি 30 মিনিটের মধ্যে রিয়েলমি 12 এক্স 5জি এর ব্যাটারি 0-50 শতাংশ চার্জ করে দেবে। আর এটি সেগমেন্টের সবচেয়ে দ্রুত চার্জিং সাপোর্ট সহ আসবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

এদিকে Realme 12X 5G ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে ডায়নামিক বাটন থাকবে, যা ডিএনডি মোড, এরোপ্লেন মোড, ক্যামেরা মোড প্রভৃতি কন্ট্রোল করতে দেবে। জানিয়ে রাখি, Realme 12 এর ভারতে দাম ছিল 16,999 টাকা। আর 12X এর মূল্য 15,000 টাকার কম রাখা হবে। তবে এর নির্দিষ্ট লঞ্চের তারিখ এখনও সামনে আসেনি।

Realme 12X 5G এর স্পেসিফিকেশন

Realme 12X 5G এর চীনা ভ্যারিয়েন্টে 6.7 ইঞ্চি আইপিএস এলসিডি ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস প্রসেসর, 12 জিবি পর্যন্ত র‌্যাম, 512 জিবি পর্যন্ত স্টোরেজ, 5,000 এমএএইচ ব্যাটারি, 50 + 2 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।