Realme 12X: রিয়েলমি আনল সবচেয়ে দ্রুত চার্জ হওয়া 5G ফোন, প্রথম সেলেই খাস অফার

চীনা টেক ব্র্যান্ড Realme ভারতের বাজারে তাদের নতুন বাজেট ফোন হিসেবে Realme 12X 5G লঞ্চ করল। ভারতে এর দাম শুরু হয়েছে...
Julai Modal 2 April 2024 2:11 PM IST

চীনা টেক ব্র্যান্ড Realme ভারতের বাজারে তাদের নতুন বাজেট ফোন হিসেবে Realme 12X 5G লঞ্চ করল। ভারতে এর দাম শুরু হয়েছে 11,999 টাকা থেকে। কোম্পানি এই ডিভাইসটিকে সেগমেন্টের দ্রুততম চার্জিং ফোন হিসাবে দাবি করেছে। Realme 12X 5G হ্যান্ডসেটে পাওয়া যাবে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ব্যাটারি।

জানিয়ে রাখি, এই রিয়েলমি স্মার্টফোনে প্রিমিয়াম ফিনিশ ডিজাইন দেখা যাবে এবং ব্যাক প্যানেলে একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল উপস্থিত। এছাড়া আইপি৫৪ রেটিং সহ আসায় ধুলো ও জল প্রতিরোধের সুবিধা দেবে এই ফোন। আজ সন্ধ্যা ৬টা থেকে Realme 12x 5G এর আর্লি বার্ড সেল শুরু হতে চলেছে, যেখানে ক্রেতারা বিশেষ অফারের সুবিধা পাবেন।

Realme 12X 5G এর দাম ও অফার

রিয়েলমি 12এক্স 5জি ফোনের 4 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে 11,999 টাকা। আর 6 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৩,৪৯৯ টাকায় কেনা যাবে। আবার সবচেয়ে শক্তিশালী 8 জিবি র‌্যাম এবং 128 স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 14,999 টাকা রাখা হয়েছে। টোয়াইলাইট পার্পল এবং উডল্যান্ড গ্রিন, এই দুটি রঙে কেনা যাবে এই ফোন।

রিয়েলমি 12এক্স 5জি এর আর্লি বার্ড সেল আজ, 2 এপ্রিল, 2024, সন্ধ্যা 6 টায় শুরু হবে। কোম্পানির ওয়েবসাইট ছাড়াও ফ্লিপকার্ট থেকে অর্ডার করা যাবে এই ফোন। আর অফারে 4 জিবি র‌্যাম ও 6 জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের সাথে 1000 টাকা ছাড়ে পাওয়া যাবে। অন্যদিকে 8 জিবি ভ্যারিয়েন্ট কেনা যাবে 1500 টাকা ছাড়ে।

Realme 12X 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Realme 12X 5G স্মার্টফোনে 6.72-ইঞ্চি 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে, যা 950 নিটস পিক ব্রাইটনেস অফার করে। এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ প্রসেসর এবং ভেপার চেম্বার কুলিং। ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল এআই ডুয়াল রিয়ার ক্যামেরা বর্তমান এবং সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড 14 এ চলা ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story