ফ্লিপকার্ট মোবাইল বোনানজা সেলে Realme 12X 5G পাওয়া যাচ্ছে ১৫,০০০ টাকার কমে

Realme 12X 5G স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ১৭,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট সেলে এর সাথে ৩০ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ছাড়ের পর এটির নতুন দাম হয়েছে ১২,৪৯৯ টাকা। অর্থাৎ ৫,৫০০ টাকা ছাড় মিলছে।

Ankita Mondal 17 Nov 2024 4:29 PM IST

আপনি যদি Realme ফোনের ভক্ত হন এবং চীনের এই ব্র্যান্ডের নতুন স্মার্টফোন খোঁজ করে থাকেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা সংস্থার একটি বাজেট হ্যান্ডসেটের কথা বলবো। এই ডিভাইসটি বাজারে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। আর আমরা যে ফোনের কথা বলছি তার নাম Realme 12X 5G। বাজেট ১৫,০০০ টাকা হলে এটি অন্যতম সেরা অপশন হবে। ফ্লিপকার্ট মোবাইল বোনানজা সেলে এর উপর ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। আসুন ফোনটি কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

Realme 12X 5G: ভারতে দাম ও অফার

এই রিয়েলমি ৫জি স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ১৭,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট সেলে এর সাথে ৩০ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ছাড়ের পর এটির নতুন দাম হয়েছে ১২,৪৯৯ টাকা। অর্থাৎ ৫,৫০০ টাকা ছাড় মিলছে। যদিও অফার এখানেই শেষ নয়!

আপনার বা আপনার কোনো পরিচিত মানুষের কাছে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে এবং এর মাধ্যমে পেমেন্ট করেন তাহলে ৬২৫ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট মিলবে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করে ১০,১৫০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। মনে রাখবেন বেশি এক্সচেঞ্জ ভ্যালু পাওয়ায় জন্য ব্যান্ড ও আপনার পুরানো ফোনের অবস্থার ভালো হতে হবে। এর নো কস্ট ইএমআই শুরু হয়েছে ৪,১৬৭ টাকা থেকে।

Realme 12X 5G স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি ১২ এক্স ৫জি স্মার্টফোনের ফিচারের কথা বললে, এতে বড় ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এর ব্রাইটনেস লেভেল ৯৫০ নিটস। হ্যান্ডসেটটি ৬১০০ প্লাস প্রসেসর দ্বারা চালিত। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।

ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আবার সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ডিভাইসে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story