Realme 12x 5G: সস্তায় এত সুন্দর ফিচার্স প্রথমবার, বাজার কাঁপাতে আসছে রিয়েলমি
রিয়েলমি বর্তমানে তাদের নম্বর সিরিজে একটি নতুন স্মার্টফোন যোগ করার প্রস্তুতি নিচ্ছে। এটি আগামী ২ এপ্রিল Realme 12x 5G...রিয়েলমি বর্তমানে তাদের নম্বর সিরিজে একটি নতুন স্মার্টফোন যোগ করার প্রস্তুতি নিচ্ছে। এটি আগামী ২ এপ্রিল Realme 12x 5G নামে বাজারে পা রাখতে চলেছে। ডিভাইসের নামটি স্পষ্টভাবে নির্দেশ করে যে, এটি গত বছরের Realme 11x 5G-এর উত্তরসূরি, যা MediaTek Dimensity 6100 Plus চিপসেটের সাথে বাজারে এসেছিল। উত্তরসূরিতেও একই প্রসেসর থাকবে বলে জানা গেছে, তবে এটি দশটিরও বেশি আপগ্রেড অফার করতে চলেছে। এছাড়া, 11x-এর তুলনায় Realme 12x আরও সস্তা হবে বলেও নিশ্চিত করা হয়েছে।
Realme 12x 5G-এর স্পেসিফিকেশন
কোম্পানি ইতিমধ্যেই জানিয়েছে যে, রিয়েলমি 12এক্স-এ 6.72 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে থাকবে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 950 নিট পর্যন্ত ব্রাইটনেস এবং রেইনওয়াটার স্মার্ট টাচ ফিচার অফার করে। তুলনায়, 11x-এ 6.72 ইঞ্চির ফুলএইচডি+ 120 হার্টজ স্ক্রিন রয়েছে, যার পিক ব্রাইটনেস লেভেল 680 নিট। অডিওর জন্য, রিয়েলমি 12এক্স-এ ডুয়েল স্পিকার থাকবে। এটি রিয়েলমি 11এক্স-এ অনুপস্থিত। যদিও উভয় ফোনেই একই মিডিয়াটেক ডাইমেনসিটি 6100প্লাস চিপসেট রয়েছে, তবে 12এক্স-এ হিট ডিসিপেশনের জন্য ভেপার চেম্বার কুলিং ইউনিট থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। উভয় ফোনেই 5,000mAh ব্যাটার বিদ্যমান, কিন্তু রিয়েলমি 12এক্স 33 ওয়াট চার্জিংয়ের পরিবর্তে ফাস্ট 45 ওয়াট চার্জিং সাপোর্ট করবে।
যদিও, রিয়েলমি 11এক্স-এ 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, তবে উত্তরসূরি রিয়েলমি 12এক্স-এ কিছু এআই (AI) ফিচার সহ 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা থাকবে। 11এক্স অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে রান করে, যেখানে 12এক্স লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ওএস-এ চলবে। এছাড়াও, 12x-এ এয়ার জেসচার এবং ডায়নামিক বাটন সাপোর্টের মতো অতিরিক্ত সফ্টওয়্যার বৈশিষ্ট্যগুলি মিলবে। রিয়েলমি 11এক্স ফোনটিতে 7.9 মিলিমিটার স্লিম প্রোফাইল রয়েছে। তবে রিয়েলমি 12এক্স আরও পাতলা ডিভাইস, যা 7.69 মিলিমিটার স্লিম। এছাড়াও, 12এক্স-এ IP54-রেটেড চ্যাসিস থাকবে, তবে এর পূর্বসূরি 11এক্স-এ IP রেটিং নেই।
ভারতে Realme 12x 5G-এর মূল্য
Realme 11x 5G ফোনটি 14,999 টাকা প্রারম্ভিক মূল্যের সাথে লঞ্চ হয়েছিল। অন্যদিকে, Realme 12x-এর দাম 12,000 টাকার থেকেও কম বলে নিশ্চিত করা হয়েছে। তবে এই দামের মধ্যে কোনও অফার অন্তর্ভুক্ত আছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।