20,000 টাকার মধ্যে 24 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ, চমকে দিয়ে অনবদ্য ফোন আনল Realme

রিয়েলমি তাদের নম্বর সিরিজের নতুন স্মার্টফোন হিসাবে Realme 12X লঞ্চ করেছে। প্রথমে এটি কোম্পানির হোম মার্কেটে উপলব্ধ...
Ananya Sarkar 22 March 2024 10:46 AM IST

রিয়েলমি তাদের নম্বর সিরিজের নতুন স্মার্টফোন হিসাবে Realme 12X লঞ্চ করেছে। প্রথমে এটি কোম্পানির হোম মার্কেটে উপলব্ধ হলেও, রিয়েলমি শীঘ্রই অন্যান্য দেশেও লঞ্চের পরিকল্পনা করছে বলে জানা গেছে। Realme 12X-এ রয়েছে এলসিডি স্ক্রিন, MediaTek Dimensity 6100+ প্রসেসর, 24GB পর্যন্ত র‍্যাম (ভার্চুয়াল র‍্যাম ধরে) 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 5,000 এমএএইচ ব্যাটারি। আসুন এই নয়া রিয়েলমি ফোনটির সকল স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Realme 12X-এর স্পেসিফিকেশন

রিয়েলমি 12এক্স-এ 6.67 ইঞ্চির এলসিডি স্ক্রিন রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট প্রদান করে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে চোখের ওপর চাপ না পড়ে এবং স্ক্রিনটি 625 নিট পিক ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য, রিয়েলমি 12এক্স মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস প্রসেসর দ্বারা চালিত এবং মাল্টিটাস্কিংয়ের জন্য এতে 12 জিবি ফিজিক্যাল + 12 জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট মিলবে। এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রিয়েলমি ইউআই 5.0 কাস্টম স্কিনে চলে।

ফটো এবং ভিডিওর জন্য, রিয়েলমি 12এক্স-এর রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সামনে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। জল ও ধুলো প্রতিরোধের জন্য, রিয়েলমি 12এক্স ফোনটি IP54-সার্টিফাইড চ্যাসিস সহ এসেছে। নিরাপত্তার জন্য, এতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত রয়েছে, যা আনলক করা সহজ এবং দ্রুত কাজ করে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, রিয়েলমি 12এক্স শক্তিশালী 5,000 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে এসেছে, যা 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পরিশেষে, রিয়েলমি 12এক্স 7.89 মিলিমিটার স্লিম এবং ওজন মাত্র 190 গ্রাম।

Realme 12X-এর মূল্য এবং লভ্যতা

চীনে Realme 12X দুটি স্টোরেজ ভার্সনে উপলব্ধ - 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ। এটি দুটি কালার অপশনে পাওয়া যাবে - ব্লুবার্ড এবং ব্ল্যাক জেড। ফোনটির 256 জিবি ভ্যারিয়েন্টটি প্রাথমিকভাবে 1,399 ইউয়ান (প্রায় 16,330 টাকা)-এ মিলবে, তবে আসল দাম 1,499 ইউয়ান (প্রায় 17,500 টাকা)। আর 512 জিবি অপশন 1,799 ইউয়ান (প্রায় 21,000 টাকা) থেকে কমে 1,599 ইউয়ান (প্রায় 18,665 টাকা)-এ কেনা যাবে। Realme 12X চীনে আগামী 1লা এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে বিক্রি হবে। তবে ফোনটি কবে ভারতের বাজারে আসবে, সেসম্পর্কে কোম্পানির তরফে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

Show Full Article
Next Story