Realme কম দামে দারুণ ফোন লঞ্চ করল, Sony ক্যামেরার সঙ্গে রয়েছে 67W চার্জিং
লঞ্চ হল রিয়েলমি ১৩ ৪জি ফোনটি। এতে রয়েছে সাশ্রয়ী মূল্যে একাধিক আকর্ষণীয় ফিচার। ফোনটি দীর্ঘস্থায়ী ব্যাটারি, দুর্দান্ত চার্জিং স্পিড, সক্ষম প্রসেসর এবং উন্নত ডিসপ্লের সাথে এসেছে।
রিয়েলমি পর্দা সরালো তাদের সাম্প্রতিক ৪জি স্মার্টফোন, রিয়েলমি ১৩ ৪জি হ্যান্ডসেটটির ওপর থেকে। এটি বিদ্যমান রিয়েলমি ১৩ সিরিজে যোগদান করেছে, যার মধ্যে বর্তমানে রিয়েলমি ১৩ প্রো এবং রিয়েলমি ১৩ প্রো প্লাস মডেল দুটি রয়েছে। নবাগত রিয়েলমি ১৩ ৪জি ফোনটি সাশ্রয়ী মূল্যে একাধিক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য অফার করে। এর মধ্যে রয়েছে ফুলএইচডি+ ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-৬০০ প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন রিয়েলমি ১৩ ৪জি ফোনের সকল স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
রিয়েলমি ১৩ ৪জি ফোনের স্পেসিফিকেশন
রিয়েলমি ১৩ ৪জি হ্যান্ডসেটের সামনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ফুলএইচডি+ রেজোলিউশন এবং ২,০০০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৬৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে রয়েছে৷ এই ডিসপ্লেতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে, যা হার্ট রেট মনিটর হিসেবে কাজ করে এবং ভেজা অবস্থায় ব্যবহারের জন্য বিশেষ "রেইন ওয়াটার টাচ" ফিচারটিও সাপোর্ট করে।
পারফরম্যান্সের ক্ষেত্রে, রিয়েলমি ১৩ ৪জি ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরে চলে, যা ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। অতিরিক্ত স্টোরেজের জন্য, এতে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, রিয়েলমি ১৩ ৪জি ফোনটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। এই চার্জিং স্পিডের সাথে ব্যাটারিটি ১৯ মিনিটের মধ্যে ৫০% এবং ৪৭ মিনিটে সম্পূর্ণ চার্জ হতে পারে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ কাস্টম স্কিনে চলে এবং গেমিং ও অন্যান্য চাহিদাপূর্ণ অ্যাপ্লিকেশনগুলির সময় আরও ভাল পারফরম্যান্সের জন্য একটি জিটি মোডও অফার করে।
ফটোগ্রাফির জন্য, রিয়েলমি ১৩ ৪জি ফোনের রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সনি এলওয়াইটি-৬০০ ক্যামেরা সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে। আর ফোনের একটি ১৬ মেগাপিক্সেলের সেন্সর অবস্থান করছে, যা ৩০ ফ্রেম প্রতি সেকেন্ড হারে ১,০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ড করতে সক্ষম। রিয়েলমি ১৩ ৪জি হ্যান্ডসেটের অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ডুয়েল সিম সাপোর্ট, এনএফসি, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, স্টেরিও স্পিকার এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। এছাড়া, ফোনটিতে ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৪ রেটিং রয়েছে।
রিয়েলমি ১৩ ৪জি ফোনের মূল্য এবং লভ্যতা
ইন্দোনেশিয়ায় রিয়েলমি ১৩ ৪জি ফোনটি স্কাইলাইন ব্লু এবং পাইওনিয়ার গ্রিন কালার অপশনে উপলব্ধ, যার ১২৮ জিবি সংস্করণের দাম রাখা হয়েছে ২৯,৯৯,০০০ রুপিয়াহ (প্রায় ১৫,৮০০ টাকা) এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি ৩১,৯৯,০০০ রুপিয়াহ (প্রায় ১৬,৮৫০ টাকা) মূল্যে পাওয়া যাচ্ছে। এটি এখন রিয়েলমির অনলাইন স্টোরে তালিকাভুক্ত এবং আগামী ৮ আগস্ট থেকে ফোনটির সেল শুরু হবে। রিয়েলমি ১৩ ৪জি ভারতীয় বাজারে কবে আসবে, তা এখনও নিশ্চিত করেনি সংস্থা।
লঞ্চ হল রিয়েলমি ১৩ ৪জি ফোনটি। এতে রয়েছে সাশ্রয়ী মূল্যে একাধিক আকর্ষণীয় ফিচার। ফোনটি দীর্ঘস্থায়ী ব্যাটারি, দুর্দান্ত চার্জিং স্পিড, সক্ষম প্রসেসর এবং উন্নত ডিসপ্লের সাথে এসেছে।