বাজেটের মধ্যে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন নিয়ে হাজির হল রিয়েলমি। আজ ভারতে সংস্থাটির তরফে Realme 13 5G লঞ্চের ঘোষণা করা হয়েছে। এতে 120hz ডিসপ্লে, 10 জিবি ভার্চুয়াল র্যাম, IP64 ডাস্ট এবং ওয়াটার রেজিট্যান্স, ও 45W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। চলুন Realme 13 5G-এর দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Realme 13 5G স্পেসিফিকেশন ও ফিচার্স
রিয়েলমি 13 5G ফোনে 6.72 ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যা ফুল-এইচডি রেজোলিউশন, 45-120 হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 680 নিটস পিক ব্রাইটনেস অফার করে। ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর বর্তমান। এটি 8 জিবি র্যাম, 128 জিবি/256 জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2 টেরাবাইট পর্যন্ত মেমরি বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে 50 মেগাপিক্সেল Samsung ISOCELL S5KJNS মেইন ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা বর্তমান। সেলফি ও ভিডিয়ো কলের জন্য 16 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সহ 5000 এমএএইচ ব্যাটারি। এছাড়া, রিয়েলমির এই ফোনে স্টিরিও স্পিকার, হাই-রেজ অডিও, ও 3.5 মিমি অডিও জ্যাক মিলবে।
Realme 13 5G দাম
রিয়েলমি 13 5G স্মার্টফোনের 8 জিবি + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে 17,999 টাকা ও 19,999 টাকা। এটি ডার্ক পার্পেল ও স্পিড গ্রিন কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। অনলাইনে ফ্লিপকার্ট ও রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। 1,000 টাকা ক্যাশব্যাক বেনিফিটও দিচ্ছে সংস্থা।