Realme 13 5G: লঞ্চের আগেই ফাঁস হল রিয়েলমি ১৩ ৫জি'র ছবি ও স্পেসিফিকেশন
রিয়েলমি ১৩ প্রো ৫জি ও রিয়েলমি ১৩ প্রো+ ৫জি সদ্য ভারতে লঞ্চ হয়েছে। অবাক করার মতো বিষয় হল, স্ট্যান্ডার্ড মডেলটির ব্যাপারে...রিয়েলমি ১৩ প্রো ৫জি ও রিয়েলমি ১৩ প্রো+ ৫জি সদ্য ভারতে লঞ্চ হয়েছে। অবাক করার মতো বিষয় হল, স্ট্যান্ডার্ড মডেলটির ব্যাপারে কিছু জানায়নি সংস্থা। তবে এটি যে শীঘ্রই বাজারে আসবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। সম্প্রতি একটি রিয়েলমি ফোনকে চীনের ৩সি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল। এখন সেটি টেনা সার্টিফিকেশন সাইটে হাজির হয়েছে। ফোনটি রিয়েলমি ১৩ ৫জি বলে দাবি করা হয়েছে। টেনা থেকে ডিভাইসটির ডিজাইন ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।
রিয়েলমি ১৩ ৫জি স্পেসিফিকেশন (সম্ভাব্য)
টেনা সার্টিফিকেশন অনুযায়ী, রিয়েলমি ১৩ ৫জি'র পরিমাপ ১৬৫.৬x৭৬.১x৭.৭৯ মিমি এবং ওজন ১৯০ গ্রাম। স্মার্টফোনটির সামনে ৬.৭২ ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, যা ১০৮০x২৪০০ পিক্সেল রেজোলিউশন অফার করে। সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। ফোনটিতে ২.২ গিগাহার্টজ ক্লক স্পিডের প্রসেসর ব্যবহার করা হয়েছে। যদিও এটির নাম অজানা।
রিয়েলমি ১৩ ৫জি'তে মিডিয়াটেক প্রসেসর থাকবে বলেই অনুমান করা হচ্ছে। এটি বিভিন্ন র্যাম ভ্যারিয়েন্টে আসবে৷ যেমন - ৬ জিবি, ৮ জিবি, ১২ জিবি। স্টোরেজ অপশন মিলতে পারে ১২৮ জিবি ও ২৫৬ জিবি পর্যন্ত। স্টোরেজ আরও বাড়ানোর জন্য মাইক্রো এসডি কার্ড সাপোর্ট থাকছে।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৪,৮৮০ এমএএইচ রেটেড ব্যাটারি থাকবে। যার টিপিক্যাল ভ্যালু হবে ৫,০০০ এমএএইচ। ৩সি সার্টিফিকেশন অনুযায়ী, এটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে আসতে পারে। রিয়েলমি ১৩ ৫জি'র পিছনে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা মিলবে। ফ্রন্টে থাকবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ নির্ভর রিয়েলমি ইউআই ৫ ভার্সনে রান করবে।