Realme 13 Pro সিরিজ গত মাসে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ এল Realme 13 5G ও Realme 13+ 5G। উভয় স্মার্টফোনে একই ডিজাইন ও প্রায় এক সমান স্পেসিফিকেশন পাওয়া যাবে। তবে প্লাস মডেলে কিছু প্রিমিয়াম বৈশিষ্ট্য উপস্থিত আছে। যেমন Realme 13 5G যেখানে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে, সেখানে Realme 13+ 5G ফোনে পাওয়া যাবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আগের প্রতিবেদনে আমরা বেস মডেলের দাম সহ স্পেসিফিকেশন জানিয়েছি। এখানে Realme 13+ 5G এর ফিচার ও মূল্য আলোচনা করা হল।
Realme 13+ 5G এর ভারতে দাম ও সেলের তারিখ
ভারতে Realme 13+ 5G স্মার্টফোনের 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 22,999 টাকা। আর 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে যথাক্রমে 24,999 টাকা ও 26,999 টাকা। আগামী 6 সেপ্টেম্বর থেকে Flipkart ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটি কেনা যাবে। এটি ভিক্টোরি গোল্ড কালারে পাওয়া যাবে।
Realme 13+ 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
রিয়েলমি 13 প্লাস 5জি ফোনে আছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর, 12 জিবি পর্যন্ত র্যাম ও 256 জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। আবার এই স্মার্টফোনে ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে। তাপ নিয়ন্ত্রণের জন্য এই ডিভাইসে ভিসি কুলিং সিস্টেম উপস্থিত। ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রিয়েলমি ইউআই4.0 কাস্টম স্কিনে চলবে।
রিয়েলমি 13 প্লাস 5জি একাধিক এআই ফিচার সহ এসেছে, যেমন – স্মার্ট শট, স্মার্ট লুপ ও গেমিং নেটওয়ার্ক ইত্যাদি। ক্যামেরার কথা বললে, এই মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল সনি এলওয়াইটি-600 প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর, 2 মেগাপিক্সেল পোট্রেট সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য Realme 13+ 5G ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।