Realme 13 Pro 5G: এক সপ্তাহে ১ লক্ষ বিক্রি ছাড়ালো রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের, কি কি ফিচার আছে

অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট সহ সমস্ত প্ল্যাটফর্ম থেকে মাত্র এক সপ্তাহের মধ্যে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের ১,০০,০০০ বা ১ লক্ষ প্রি-অর্ডার হয়েছে।

realme 13 pro 5G series sales create record in india 1 lakh pre orders of smartphone

রিয়েলমি গত সপ্তাহে ভারতে রিয়েলমি ১৩ প্রো সিরিজ লঞ্চ করে। এরপর ৩১ জুলাই দুপুর ১২টা থেকে রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট ও ফ্লিপকার্টের মাধ্যমে এই সিরিজের প্রি-বুকিং শুরু হয়। এরপর সংস্থাটি ঘোষণা করে যে ৬ ঘন্টার মধ্যে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজ ১০ হাজার প্রি-অর্ডার পেয়েছে, যা নম্বর সিরিজের ইতিহাসে রিয়েলমির জন্য একটি নতুন রেকর্ড।

আর আজ সংস্থাটি ঘোষণা করেছে যে তারা অফলাইন রিটেল চ্যানেল, অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট সহ সমস্ত প্ল্যাটফর্ম থেকে মাত্র এক সপ্তাহের মধ্যে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের ১,০০,০০০ বা ১ লক্ষ প্রি-অর্ডার পেয়েছে, যা কোম্পানির জন্য একটি নতুন রেকর্ড স্থাপন করেছে।

রিয়েলমি ভারতে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দাবি করেছে যে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজ খুব ভাল সাড়া পাচ্ছে। শুরুতেই প্রি-বুকিংয়ে ৬ দিনের মধ্যেই ১০ হাজারের বেশি ফোন বুক হয়। এই সংখ্যা এখন লক্ষ ছুঁয়েছে।

রিয়েলমি ১৩ প্রো ৫জি এবং রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি এর দাম

রিয়েলমি ১৩ প্রো ৫জি এর ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা।

রিয়েলমি ১৩ প্রো ৫জি-এর ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা।

রিয়েলমি ১৩ প্রো ৫জি-এর ১২ জিবি + ৫১২ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৩১,৯৯৯ টাকা।

এদিকে রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি এর ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা।

রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি এর ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে ৩৪,৯৯৯ টাকা।

আর রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি এর ১২ জিবি + ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা।

অর্থাৎ, এই নতুন রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের দাম শুরু হচ্ছে ২৬,৯৯৯ টাকা থেকে। সংস্থার তরফে জানানো হয়েছে, এই সিরিজের স্মার্টফোন প্রি-বুকিং করলে ৩০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা।

রিয়েলমি ১৩ প্রো ৫জি এবং রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি এর ফিচার

রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি ফোনে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিভাইসে আছে অ্যাড্রেনো ৭১০ জিপিইউ সহ কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর। ফোনটি ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সহ এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সমর্থন করে। আবার এই ফোনে ওআইএস সাপোর্টসহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা উপস্থিত। তৃতীয় লেন্সটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর। রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি এর সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে ৫,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

রিয়েলমি ১৩ প্রো ডিভাইসে রয়েছে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে। আর পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৭এস জেন২ প্রসেসর। রিয়েলমি ১৩ প্রো এর প্রধান ক্যামেরা হল ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৬০০ সেন্সর। এতেও ওআইএস সমর্থন করে। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর। ফোনটির ফ্রন্ট ক্যামেরা ৩২ মেগাপিক্সেল। এই ডিভাইসে ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন