Realme 13 Pro Extreme Edition লঞ্চ হল, জেনে নিন এই নতুন ফোনের দাম ও ফিচার্স

Realme 13 Pro Extreme Edition চীনে লঞ্চ হয়ে গেল। এই হ্যান্ডসেটে Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর ও 512 জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। ফোনটির 5,200…

realme 13 pro extreme edition launched price specifications features

Realme 13 Pro Extreme Edition চীনে লঞ্চ হয়ে গেল। এই হ্যান্ডসেটে Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর ও 512 জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। ফোনটির 5,200 এমএএইচ ব্যাটারি 45 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটি ফিচার হিসাবে মিলবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।গত মাসে রিয়েলমি ভারতে Realme 13 Pro+ ও Realme 13 Pro লঞ্চ করেছিল। চীনে শুধু প্রথম মডেলটির সঙ্গে নয়া Realme 13 Pro Extreme Edition উপলব্ধ। চলুন এই নতুন এডিশনের খুঁটিনাটি জেনে নিই।

Realme 13 Pro Extreme Edition স্পেসিফিকেশন ও ফিচার্স

Realme 13 Pro Extreme এডিশন 6.7 ইঞ্চি ওলেড ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, ফুল-এইচডি+ রেজোলিউশন, 2,000 নিটস পিক ব্রাইটনেস অফার করে। ফোনটিতে 12 জিবি র‍্যাম মিলবে। স্টোরেজ রয়েছে সর্বোচ্চ 512 জিবি। এটি Android 14 নির্ভর Realme UI 5.0 কাস্টম স্কিনে রান করে। IP65 রেটিং ফোনটিকে জল ও ধুলো থেকে রক্ষা করবে। সঙ্গে SGS অ্যান্টি ড্রপ সার্টিফিকেশনও রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Realme 13 প্রো এক্সট্রিম এডিশনের পিছনে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা সেন্সর ও একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা বর্তমান। সেলফি ও ভিডিয়ো কলের জন্য ফোনের সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

Realme 13 Pro Extreme Edition দাম

Realme 13 প্রো এক্সট্রিম এডিশনের 12 জিবি + 256 জিবি স্টোরেজ অপশনের দাম 2,099 ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় 24,700 টাকা। অন্যদিকে, 12 জিবি + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 2,399 ইউয়ান প্রায় 28,300 টাকা)। ভারতে এই ফোন আসবে কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন