এক নিমেষে বাজে থেকে ভাল ফটো, Realme 13 Pro সিরিজে এল বিশেষ AI ইমেজ ফিচার
Realme 13 Pro সিরিজে কোম্পানি যুক্ত করলো একটি ফ্ল্যাগশিপ গ্রেডের এআই ফিচার। এটি ফোনে তোলা ছবির তীক্ষ্ণতা ও স্পষ্টতা বাড়ায়। নতুন এই ফিচারটির নাম হল এআই আল্ট্রা-ক্লিয়ার।
রিয়েলমি আনুষ্ঠানিকভাবে Realme 13 Pro এবং Realme 13 Pro+ স্মার্টফোনগুলির জন্য একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) চালিত ফটো শার্পনিং ফিচার চালু করেছে। এআই আল্ট্রা-ক্লিয়ার নামে পরিচিত এই ফিচারটি এআই প্রযুক্তি ব্যবহার করে অস্পষ্ট ফটোগুলির ডিটেইলস এবং শার্পনেস বাড়ায়। এটি সেই সমস্ত ফটোগুলোর জন্য উপযুক্ত, যেগুলিতে ফিরে পাওয়া সম্ভব নয় এমন স্মৃতি ধরা আছে।
Realme তাদের লেটেস্ট ফোনে আনলো বিশেষ ফটো শার্পনিং ফিচার
রিয়েলমি তাদের লেটেস্ট রিয়েলমি 13 সিরিজের প্রো এবং প্রো প্লাস মডেলে ফটোর স্পষ্টতা ও তীক্ষ্মতা বাড়ানোর যুক্ত করলো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ফিচার, এআই আল্ট্রা-ক্লিয়ার। তবে, এই একই উদ্দেশ্যে এআই-এর ব্যবহার প্রথম নয়। গুগল ফটো আনব্লার নামে একটি ফিচার তৈরি করেছে, যা একই উদ্দেশ্যে কাজ করে। এই বৈশিষ্ট্যটি প্রথম গুগল পিক্সেল 8 সিরিজের সাথে প্রকাশ করা হয়েছিল এবং এটি লেটেস্ট গুগল পিক্সেল 9 সিরিজের ডিভাইসেও উপলব্ধ।
তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, যে পিক্সেল ডিভাইসগুলির কথা উল্লেখ করা হল, সেগুলির সবকটাই ফ্ল্যাগশিপ এবং অনেক বেশি ব্যয়বহুল। তবে রিয়েলমি আরও সাশ্রয়ী মূল্যের Relame 13 Pro এবং Relame 13 Pro+ - এর মতো ডিভাইসগুলিতে এই প্রয়োজনীয় বৈশিষ্ট্যটি অফার করছে। তবে কোম্পানিটি উল্লেখ করেনি যে ছবিগুলি ডিভাইসে বা ক্লাউড সার্ভারে প্রসেস করা হয়েছে কিনা। ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির মধ্যেই প্রসেসিং পরিচালনা করা হয়, তাই আলাদাভাবেই ডিভাইসে ফিচারটি চালানো যায়।
ক্যামেরা সিস্টেম সর্ম্পকে বললে, Realme 13 Pro এবং Realme 13 Pro+ উভয় হ্যান্ডসেটেই 50 মেগাপিক্সেলের প্রাইমারি এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। এছাড়াও, Pro+ মডেলটি 50 মেগাপিক্সেলের 3x পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা অফার করে, যার সেন্সর আকার 1/1.95 ইঞ্চি। Pro+ মডেলের প্রাইমারি ক্যামেরাটি বেস মডেলের 1/1.95 ইঞ্চির সেন্সরটির তুলনায় একটি বড় 1/1.56 ইঞ্চির সেন্সর অফার করে। তবে দুটির আল্ট্রাওয়াইড সেন্সর একই।
পারফরম্যান্সের ক্ষেত্রে, উভয় ফোনেই 4 ন্যানোমিটার-ভিত্তিক Qualcomm Snapdragon 7s Gen 2 চিপসেট ব্যবহার করা হয়েছে। এগুলি 5200 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি অফার করে। যদিও বেস মডেল 45 ওয়াট চার্জিং সাপোর্ট করে, তবে Realme 13 Pro+ ফোনটি 80 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে এসেছে।
Realme 13 Pro সিরিজে কোম্পানি যুক্ত করলো একটি ফ্ল্যাগশিপ গ্রেডের এআই ফিচার। এটি ফোনে তোলা ছবির তীক্ষ্ণতা ও স্পষ্টতা বাড়ায়। নতুন এই ফিচারটির নাম হল এআই আল্ট্রা-ক্লিয়ার।