রেডমির বাজার দখল করতে Realme 14 Pro সিরিজ লঞ্চ হচ্ছে, AI ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
Realme 14 Pro সিরিজ স্ন্যাপড্রাগন 7s জেন 3 প্রসেসর দ্বারা চালিত হবে। এর পূর্বসূরি অর্থাৎ রিয়েলমি 13 প্রো সিরিজে স্ন্যাপড্রাগন 7s জেন 2 প্রসেসর দেওয়া হয়েছিল।
গতকাল ভারতে লঞ্চ হয়েছে Redmi Note 14 5G সিরিজ। এই সিরিজের অধীনে তিনটি ডিভাইস এসেছে। এবার এই সিরিজের ফোনগুলিকে টেক্কা দিতে ভারতে আসছে Realme 14 Pro সিরিজ। আর এই সিরিজে বেস মডেলের পাশাপাশি একটি প্লাস মডেল থাকবে। আজ রিয়েলমি এদের বিশেষ ফিচার সামনে এনেছে। জানা গেছে এই সিরিজে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S জেন 3 প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়াও আরও কিছু তথ্য প্রকাশ্যে এসেছে, আসুন সেগুলি সম্পর্কে জেনে নিই।
Realme 14 Pro সিরিজে কি কি ফিচার থাকবে
রিয়েলমি জানিয়েছে যে, আসন্ন রিয়েলমি 14 প্রো সিরিজ স্ন্যাপড্রাগন 7s জেন 3 প্রসেসর দ্বারা চালিত হবে। এর পূর্বসূরি অর্থাৎ রিয়েলমি 13 প্রো সিরিজে স্ন্যাপড্রাগন 7s জেন 2 প্রসেসর দেওয়া হয়েছিল। আপগ্রেড প্রসেসরটি চলতি বছরের আগস্টে লঞ্চ হয়েছিল।
রিয়েলমি আরও বলেছে যে, নতুন ফোন দুটি দুর্দান্ত ক্যামেরা সেটআপ অফার করবে। এতে সুপার পেরিস্কোপ ক্যামেরা আছে। রিয়েলমি 13 প্রো প্লাস মডেলেও এই ক্যামেরা ছিল। এই ক্যামেরা দূরের জিনিস আরও ভালোভাবে কাছে টেনে আনবে।
আর রিয়েলমি 14 প্রো সিরিজ ইমেজের জন্য এআই আল্ট্রা ক্ল্যারিটি 2.0 ফিচার সহ আসবে। এটা এআই আল্ট্রা ক্ল্যারিটির থেকে আরও উন্নত। এই ফিচার এআই ব্যবহার করে ছবির ক্ল্যারিটি ও রেজোলিউশন আরও বাড়ানো যাবে, ফলে ক্রিস্টাল ক্লিয়ার ছবি পাওয়া যাবে। এছাড়াও ডিভাইসটি এআই ইমেজ স্ট্যাবিলাইজেশন টেকনোলজি অফার করবে। এটা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS এর সাথে কাজ করবে।
Realme 14 Pro সিরিজের লঞ্চের তারিখ
রিয়েলমি এখনও রিয়েলমি 14 প্রো সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা করেনি। এমনকি এই সিরিজের অধীনে কোন কোন মডেল আসবে তাও জানা যায়নি। তবে আগের সিরিজের মতো এতেও দুটি ফোন অন্তর্ভুক্ত থাকতে পারে - রিয়েলমি 14 প্রো ও রিয়েলমি 14 প্রো প্লাস।
Realme 14 Pro সিরিজ স্ন্যাপড্রাগন 7s জেন 3 প্রসেসর দ্বারা চালিত হবে। এর পূর্বসূরি অর্থাৎ রিয়েলমি 13 প্রো সিরিজে স্ন্যাপড্রাগন 7s জেন 2 প্রসেসর দেওয়া হয়েছিল।