ঠান্ডায় রঙ বদলাবে Realme 14 Pro সিরিজের ফোনের, গরম জলে পড়ে গেলেও নষ্ট হবে না
রিয়েলমি 14 প্রো সিরিজে IP66+IP68+IP69 ডাস্ট এবং ওয়াটার প্রতিরোধী রেটিং থাকবে। IP69 রেটিংয়ের অর্থ ডিভাইসটি গরম জলও সহ্য করতে পারে।
রিয়েলমির নাম্বার সিরিজ প্রতি বছরই ব্র্যান্ডটির বাজার দখলের অন্যতম অস্ত্র। আগামী বছরের শুরুতে সংস্থাটি Realme 14 Pro সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। নিয়মিত এই সিরিজ সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছে।জানুয়ারিতে এই সিরিজের ফোনগুলি লঞ্চ হতে পারে। Realme 14 Pro সিরিজের অধীনে দুটি মডেল আসতে পারে - Realme 14 Pro ও Realme 14 Pro+।
Realme 14 Pro সিরিজ নতুন কালার অপশন সহ লঞ্চ হবে
আজ রিয়েলমির তরফে সিরিজের কালার অপশন প্রকাশ করা হয়েছে। সিরিজের একটি ডিভাইস সোয়েড গ্রে কালারে আসবে। আবার জানা গেছে রিয়েলমি 14 প্রো সিরিজ পার্ল হোয়াইট কালার অপশনে লঞ্চ হবে। টিজারে দেখা গেছে, সোয়েড গ্রে কালার লেদার দিয়ে তৈরি এবং এতে টেক্সচার্ড ফিনিস দেখা যাবে।
Experience the perfect balance of elegance and strength with the #realme14ProSeries5G. At just 7.55mm thin, it’s designed to be incredibly light yet packed with might.Style and performance redefined!Know more: https://t.co/vQV3iG8O7N pic.twitter.com/RqMH7GPQYv
— realme (@realmeIndia) December 26, 2024
এছাড়া জানা গেছে, রিয়েলমি 14 প্রো সিরিজে IP66+IP68+IP69 ডাস্ট এবং ওয়াটার প্রতিরোধী রেটিং থাকবে। IP69 রেটিংয়ের অর্থ ডিভাইসটি গরম জলও সহ্য করতে পারে। ডিভাইসগুলির পিছনে কোয়াড কার্ভড ডিজাইন দেখা যাবে। এরফলে ফোনগুলি ধরা সহজ হবে। রিয়েলমি আরও নিশ্চিত করেছে যে আসন্ন সিরিজে কেবল 1.6 মিমি পাতলা বেজেল থাকবে।
এর আগে একটি টিজারে সংস্থাটি নিশ্চিত করেছিল যে, Realme 14 Pro সিরিজে কোল্ড-সেনসিটিভ কালার চেঞ্জিং টেকনোলজি ব্যবহার করা হবে। এরফলে তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে ডিভাইসের পিছনের প্যানেলের রং পরিবর্তন হয়ে যাবে। এই স্মার্টফোন দুটি বিশ্বের প্রথম ডিভাইস হবে, যেগুলি কোল্ড সেনসিটিভ কালার চেঞ্জিং ডিজাইন সহ আসতে চলেছে।
রিয়েলমি 14 প্রো সিরিজে IP66+IP68+IP69 ডাস্ট এবং ওয়াটার প্রতিরোধী রেটিং থাকবে। IP69 রেটিংয়ের অর্থ ডিভাইসটি গরম জলও সহ্য করতে পারে।